আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে সকল দলের অধিনায়কদের ভাবনা..(কাল্পনিক)



এটি একটি ধারাবাহিক পোস্টের দ্বিতীয় পর্ব ১। শহীদ আফ্রিদি: হা হা হা , আমাদের কথা আর নতুন করে কি বলল, দেশের রাজনীতির মতো দলে ও মৌলবাদী, জঙ্গীবাদী ঢুকে গেছে.. আমাদের তো প্রতিভার অভাব নাই, কিন্তু কখন যে কি করি তা নিজেরা ও বুঝতে পারি না,, দেখলেন না ৯২ এর বিশ্বকাপে কেউ তো আমাদের গনাই ধরে নাই, তারপরও আমরা সেবার চ্যাম্পিয়ান হয়ে ছিলাম. দেখি এবারও এমন একটা কিছু হয় কিনা. ( ব্যক্তিগতভাবে দোয়া চাইলাম, দোয়া কইরেন আমার দলের পোলাগো উপর যাতে কারো বদ নজর না পরে.) ২। কুমার সাঙ্গাকারা: এবার ও ৯৬ এর মতো জ্বলে ওঠার অপেক্ষায় আছি,, নিজের দেশে বিশ্বকাপ হইতাছে, সেই সুযোগ তো আর হাত ছাড়া করতে পারি না,। আবার কবে না কবে দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন হবে না তো জানি না,– তবে ব্যতিক্রম কিছু একটা করতে চাই। আমাদের টিম এখন অনেক ব্যালেন্স।

( তবে জয়সুরিয়া ভাইকে খ্বুই মিস করব. সে দলে থাকলে ভালো হতো, দেখা যাক শেষ পযর্ন্ত) ৩। এলটন চিগুম্বুরা: দেশের ভার্বমূর্তি রক্ষা করার এক কঠিন দায়িত্ব আমার উপর পরেছে. আমি আ-প্রাণ দিয়ে চেষ্টা করব ভালো কিছু করতে. ( তবে একটা কথা বলে রাখি আমার থেকে ভালো খেলোয়ার ও দলে আছে যারা নাকি ক্যাপ্টন হিসেবে ভালো.. দোয়া কইরেন এর প্রভাব দলে না পরলেই হয়। ) ৪। আশিষ বাগাই: আমাদের হারানোর কিছু নেই,, আমাদের অনেক খেলোয়ারদের গায়ে এশিয়ার রক্ত, সু , আমরা ও কিছু একটা করে ফেলতে পারি, আমাদের বড় অনুপ্রেরনা হলো বর্তমানে বিশ্বের অন্যতম দল বাংলাদেশকে হারানোর স্মৃতি। ৫।

পিটার বোরেন: সত্যি কথা বলতে কি এই টুর্নামেন্টে আমরা হলাম সবচেয়ে নবাগত, এবং দূর্বল টিম. বিশ্ব কাপে অংশগ্রহণ করতে পারতাছি এটাই আমাদের বড় পাওনা, তারপরও চেষ্টা করব দু’একটা অঘটনের ঘটনা জন্ম দিতে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.