আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশিদের টেনে আনার অভ্যাস ছাড়ুন: ইনু

শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের পর সৃষ্ট ঘটনা সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে একটি রাস্তা উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
শাপলা চত্বরের সমাবেশের ঘটনা সম্পর্কে শুক্রবার এক অনুষ্ঠানে মওদুদ বলেন, “সরকারকে বলব, এই ঘটনা আড়াল না করে অবলিম্বে অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতর নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমশিন গঠন করুন। তা না করলে আমরা জাতিসংঘের কাছে আন্তর্জাতিক তদন্তের দাবি জানাব।”
ইনু সাংবাদিকদের বলেন, বিএনপি ও মওদুদের নিজস্ব কোনো বক্তব্য থাকলে তা তুলে ধরুন।
বাংলাদেশের রাজনৈতিক ঘটনায় বিদেশিদের আমন্ত্রণ করার প্রবণতা দেশের জন্য অসম্মানজনক বলেও মন্তব্য করেন ইনু।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সিএ হালিম, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, নারী জোটের জেলা আহবায়ক আরতি রানী সিংহ রায় প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.