আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশিদের নির্দেশ মানবে না আওয়ামী লীগ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিদেশি বন্ধুদের পক্ষ থেকে পরামর্শ ও সহযোগিতা নেওয়া যায়, কিন্তু কারও নির্দেশ মানা হবে না।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে একাত্তরের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

দেশের রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেস তারানকোর প্রচেষ্টা সফল হবে কিনা-এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, বিদেশি বন্ধুরা আমাদের ব্যাপারে আগ্রহী। তারা চায়, এখানে (দেশে) শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। আমরা তাদের পরামর্শ ও সহযোগিতা নিতে পারি।

কিন্তু, কারও অন্যায় নির্দেশ মেনে নেবো না।

তিনি বলেন, জনগণের ইচ্ছানুযায়ী সংবিধান মোতাবেক যথাসময়ে নির্বাচন হবে। আওয়ামী লীগ কারও চাপের মুখে নতি স্বীকার করবে না। ৫ জানুয়ারির নির্বাচন বানচালে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়ন্ত্র হচ্ছে। কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।

সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.