আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন দূতাবাস আজ বন্ধ কঠোর নিরাপত্তা

নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে আজ বাংলাদেশসহ কয়েকটি মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ রাখা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ঘোষণা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়ার পর থেকেই ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসসহ বারিধারায় কূটনৈতিক এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ-র্যাব ঘিরে রেখেছে দূতাবাস এলাকা।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যারি হার্ফ আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসিকে বলেছেন, রবিবার যেসব দূতাবাস ও কনস্যুলেট সাধারণভাবে খোলা থাকার কথা ছিল, সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য ও বিভিন্ন মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ওপর আল-কায়েদার হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্যের কারণেই দূতাবাস বন্ধের এ সিদ্ধান্ত। তবে ঠিক কোন কোন দেশে এ ধরনের হামলা হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে স্পষ্ট কোনো তথ্য নেই।

কূটনৈতিক সূত্র জানায়, রবিবার যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে সাপ্তাহিক ছুটির দিন। মুসলিমপ্রধান দেশগুলোয় শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রবিবার দূতাবাস খোলা থাকে। সাধারণ রবিবার খোলা থাকা দূতাবাসগুলো হলো বাহরাইন, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, আফগানিস্তান এবং বাংলাদেশের। এগুলোই বন্ধ থাকবে। এসব দেশের আমেরিকান রিক্রিয়েশন অ্যাসোসিয়েশনও শনিবার মধ্যরাত থেকে সোমবার প্রথম প্রহর পর্যন্ত বন্ধ থাকবে।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ তাদের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানালেও এর কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে গতকাল দূতাবাস এলাকায় গিয়ে দেখা যায়, মার্কিন দূতাবাসের চারদিকে দলে দলে পুলিশ-র্যাব দাঁড়িয়ে আছে। পুরো দূতাবাস এলাকায় প্রতিটি যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। রাতে চলাচলও সীমিত করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.