আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় মিসর দূতাবাসে হুমকি, বন্ধ ঘোষণা

রাজধানীর গুলশান-২-এ অবস্থিত মিসরীয় দূতাবাসে মুসলিম ব্রাদারহুড পরিচয়ে হুমকি দেওয়া হয়েছে। গতকার ঘটনার পর পরই দূতাবাস ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ধ্যায় দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'নিরাপত্তা'র কারণে আজ বুধবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত অর্থাৎ ১০ দিন কনস্যুলার শাখা বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের কোনো ধরনের পরিবর্তন হলে তা পরে জানানো হবে। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানিয়েছেন, মিসরীয় দূতাবাসে চিঠি আকারে কে বা কারা মুসলিম ব্রাদারহুড পরিচয় দিয়ে হামলা করার হুমকি দেয়। তবে থানা পুলিশকে ওই চিঠির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ওসি বলেছেন, দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুলিশকে এখনো অবহিত করা হয়নি। তারা যদি লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ করে তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে। দূতাবাস সূত্র জানায়, কায়রোয় স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত ঢাকায় দূতাবাসের কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রদূত। সেই অনুযায়ী ভিসা বা কনস্যুলার সেবা দেওয়ার কনস্যুলার শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.