আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকারদের টার্গেট এখন মধ্যপ্রাচ্য



মধ্যপ্রাচ্যের দেশ মিসর, তিউনিসিয়া ও ইয়েমেনে এখন চলছে রাজনৈতিক অস্থিরতা। এসব দেশের সরকারি ওয়েবসাইট এখন হ্যাকারদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অনলাইন গ্রুপ ‘ অ্যানেনিমাস’-এর হ্যাকাররা হামলা চালিয়ে তিউনিসিয়ার বেশ কিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়। ওই সবের মধ্যে সরকারি বেশ কিছু ওয়েবসাইটও রয়েছে। চলতি সপ্তাহে হ্যাকাররা মিসরের ক্ষমতাসীন দল এবং তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হামলা চালায়।

ইয়েমেনেও হ্যাকাররা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর সরকারি কার্যালয়ের ওয়েবসাইট অচল করে দিয়েছে। তবে এসব হ্যাকিংয়ের ঘটনাকে অপরাধ হিসেবে অভিহিত করেছে অনলাইনের নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। তাঁরা অনলাইনে কোনো ধরনের হামলা না চালানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। অনলাইনের নিরাপত্তাদানকারী প্রতিষ্ঠান সোফোসের প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা গ্রাহাম কুলে জানান, ‘আপনি যদি এ হামলায় অংশ নেন, তবে আপনি ইচ্ছাকৃতভাবে সাইবার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়বেন। ’ সম্প্রতি উইকিলিকসের সাইবার হামলায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রেও হামলকারীদের বিরুদ্ধে এফবিআই অভিযান পরিচালনা করেছে। অ্যানেনিমাস বলেছে, তারা সারা বিশ্বে ওয়েবের স্বাধীনতা চায়। অনেক সরকারই আছে, যখন দেশে কোনো কিছুর দাবিতে বিক্ষোভ হয়, তখন যাতে বাইরের বিশ্বে সে খবর ছড়িয়ে না পড়ে, সে জন্য তারা প্রথমে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করে দেয়। আমরা এরই প্রতিবাদে বিভিন্ন দেশের সরকারি ওয়েবসাইটে হামলা চালিয়ে অচল করে দিচ্ছি লেখাটি লিখেছেন: কৌশিক আহমেদ উৎস:প্রথমআলো

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.