আমাদের কথা খুঁজে নিন

   

বৃক্ষ রোপণকারীদের জন্য সুসংবাদ

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
হযরত জাবের (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সাঃ) বলিয়াছেন, যে মুসলমান বৃক্ষ রোপণ করে তারপর সেই বৃক্ষ হইতে যতটুক ভোগ ব্যবহার করে তাহা বৃক্ষ রোপণকারীর জন্য সদকা হইয়া যায়। এছাড়া যাহা কিছু চুরি হয় তাহাও সদকা হয়। অর্থ্যাৎ উহাদের মালিকের সদকার সওয়াব হয়। বন্য জন্তু যতটুকু খায় তাহাও সদকা হয়। যতটুকু অংশ পাখি খায় তাহাও সদকা হয়। কেহ যদি সেই বৃক্ষের ফল বা অন্য কিছু গ্রহন করে, তাহাও মালিকে জন্য সদকা হিসেবে বিবেচিত হয়। ------(মুসলিম) হযরত জাবের (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সাঃ) বলিয়াছেন, অনাবাদী বিরান জমি যে ব্যক্তি চাষের উপযোগী করে, এই কাজে সেই সওয়াব পাইবে। -(ইবনে হাব্বান) হযরত আবু আইউব আনসারী (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সাঃ) বলিয়াছেন, কেহ যদি বৃক্ষ রোপণ করে, সেই গাছে যত ফল ধরে আল্লাহতায়ালা উৎপাদিত ফল পরিমান সেই ব্যক্তির জন্য লিখিয়া দেন। (মোসনাদে আহমদ)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.