আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব ইস্তেমা ২০১১ এর আউট পুট

আমি কাল মেঘকে ভাল বাসি,কারন সাদা মেঘ শুধুই তারার দেশে ঘুরে ঘুরে ফ্যাসন করে কিন্তূ কাল মেঘ তার জীবনের অস্থিত্বকে হারিয়ে দিয়ে দুনিয়াতে বৃষ্টি দিয়ে ফসল ফলায় করে।

অশান্ত এই ধরনী যে আজ একটু শান্তি আর নিরাপত্তার জন্য ভিখারীর নগ্ন দুই হাতের মত করে ভিক্ষা প্রার্থী । মূমূর্ষ এই পৃথিবী করুনা চাচ্ছে দুনিয়ার মানুষের কাছে- হে আমার বাসিন্দারা আমার জন্য সামান্য একটু নিরাপত্তা আর শান্তির ব্যবস্থা কর। যখন আমাদের অকান্ত পরিশ্রম আর মেধায় গড়ে উঠা এটমের বারুদে গন্ধে পৃথিবীর বাতাস বিশাক্ত-মানবতার কল্যানের নামে অসহায় মানুষের রক্ত চোষার নাটক চলমান। আর্থীক মুক্তির নাম করে সুদখোরেরা অতি-সাধারন মানুষগুলোকে সুদের গোলাম বানানোর মঞ্চে মঞ্চায়িত নাটকের মঞ্চায়ন।

নারীর স্বাধীনতার নামে নারীর শরীরের বেচাকেনা হচ্ছে যখন পন্যের বিঞ্জাপনে । ধর্মের নামে আজ যখন ব্যবসা চলছে রমরমা- নিজেদের পকেট ভারি করা আর ক্ষমতার মসনদ দখলই করতেই যখন আলেম নামের কিছু জালেমরা অতিমাত্রায় ব্যস্ত ঠিক এমনই এক দুঃসময়ে টঙ্গীর তুরাগ তীরে বসেছিল বিশ্ব মাতাকে শান্তি আর নিরাপত্তা দেওয়ার মানষে এক ব্যতিক্রম ধরনের গন জমায়েত। সমস্ত মানুষ যখন তার কৃত ভাল কর্ম সমূহ লোকসম্মুখে প্রচার করে বাহাবা কুড়াতে কুড়াতে ক্লান্ত তখন লক্ষ লক্ষ মানুষ নিজেরই জান-মাল-সময় ব্যায় করেই বিশ্বকে উপহার দিতে ব্যস্ত একটা শান্তিময় সমাজ। যেখানে নাই ধনী-দরিদ্রের ভেদাবেদ, আমির- উজির সবারই আছে বাচার সমান অধিকার। বরং আমিরের আছে জবাবদিহিতার মত ব্যবস্তাপনা।

রাষ্ট নায়ক যেখানে সাধারন একজন প্রজার কাছে তার কাজের জবাব দিহিতায় সচেষ্ট। সাধারন প্রজা যেখানে রাষ্ট নায়ককে ততক্ষনই ভয় করে কিম্বা তার পাপ্য সম্মানকে ১০০% প্রদান করে যতক্ষন যে তার সৃষ্টার হুকুম মত নিজে চলে এবং তার জনগনকে চালাইতে চেষ্টা করে। আইন যেখানে চলে আপন গতিতে। কাউকে আইন মানানোর জন্য জোর জবরধস্তী করতে হয় না। যুবক যেখানে তার যুয়ানীকে বৃদ্ধার উপর প্রভাব পড়তে দেয় না বরং নিজের অধিকারকে সে তার দাদা অথবা বাবা অথবা চাচার বয়সের মত লোকের জন্য ছেড়ে দেয়।

তাই গত ইস্তেমা হতে কি পরিমান লোক তাদের জান-মাল-সময় নিয়ে বের হলো এই বিশ্বকে শান্তির বার্তা পেৌ ছে দিতে তারই পরিসংখ্যান দিতে চেষ্টা করতেছে- ১ম পর্ব ইস্তেমা (২১-২২-২৩/২০১১) ১ বছরের জামাতঃ ০৫টি। ৩ চিল্লার জামাত ঃ ২৪৫ টি। ১ চিল্লার জামাত ঃ১৯২৬ টি। দিনের জামাত ঃ১২৫ টি। বিদেশের জন্য জামাত ঃ১৩৫ টি।

আরবী ভাষাভাষীদের জামাত ঃ৩০০ টি। ইংরেজী ভাষাভাষীদের জামাত ঃ২০৩ টি। উর্দূ ভাষাভাষীদের জামাত ঃ৬৬ টি। সর্বমোট জামাতের সংখ্যা ঃ৩০০৫ টি। ২য় পর্বের ইস্তেমা (২৮-২৯-৩০.২০১১) ১ বছরের জামাতঃ ০৪ টি।

৩ চিল্লার জামাত ঃ১৮৫ টি। ১ চিল্লার জামাত ঃ১৩৫০ টি। দিনের জামাত ঃ৩৩ টি। বিদেশের জন্য জামাত ঃ৮৬ টি। আরবী ভাষাভাষীদের জামাত ঃ২৮ টি।

ইংরেজী ভাষাভাষীদের জামাত ঃ৪৬ টি। উর্দূ ভাষাভাষীদের জামাত ঃ১৫ টি। সর্বমোট জামাতের সংখ্যা ঃ১৭৪৭ টি। ২ ইস্তেমায় সর্বমোট জামাতের সংখ্যা-৪৭৫২ টি। পরবর্তী ইস্তেমার সময়সূচী ঃ ১ম পর্যায় ঃ১৩-১৫ জানুয়ারী'২০১২ ২য় পর্যায় ঃ২০-২২ জানুয়ারী'২০১২ পরবর্তী ৫ দিনের জোড়ের সময় সূচী ঃ৯-১৩ ডিসেম্বর ২০১১


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.