আমাদের কথা খুঁজে নিন

   

সভ্য মানুষ



আমরা মানুষ, জগতের স্রেষ্ঠ জীব। কিভাবে হলাম? হলাম এই ভাবে যে, আমাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, মনুষ্যত্ব্ আছে, কৌতহল আছে, চিন্তা করার শক্তি ইত্যাদি আছে যা অন্য কোন জীবের নেই। কি গর্ব, কি শান্তি। শুনতে ভালই লাগে। কিন্তু আমরা কি সত্যি মনুষ্যত্বের পরিচয় বহন করছি।

নাকি ছদ্দবেশী হিংস্র জানোয়ার, নয়তো বা কিভাবে সম্ভব,মা তার সন্তানকে , ছেলে তার মাকে বা বাবাকে,বর তার বৌকে,বৌ তার বরকে সার্থের জন্য হত্যা করে। আর সব হত্যা কান্ডের কথা নাই বা বললাম। আমরা কি সভ্য জাতি, এটা কি সভ্য জাতির নমুনা। যে যেদিক দিয়ে পারছে সে দিক দিয়ে লুটেপুটে খাচ্ছে। কোন শ্রেনীর লোকই বাদ নেই।

এমন কি যাকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়, সে হয়ে যায় বড় চোর। বাদ দেই এ সব। এ সব বলে কি হবে, কিছু করে দেখাতে হবে। পশুত্ব ছেড়ে দিয়ে, মানুষ হতে হবে। গড়তে হবে নবী কারিম (সাঃ) এর দীনকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।