আমাদের কথা খুঁজে নিন

   

মুরগীর কলিজার সাহয্যে অক্সিজেন প্রস্তুতি

সব কিছু যদি সহজ করে প্রকাশ করা যেত !

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? নিশ্চয়ই ভাল । আমি ভাল আছি । আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ইচ্ছা হল তাই লিখলাম। বিষয়টি হল পরীক্ষাগারের জটিল যন্ত্রপাতি ছাড়া আমরা সহজে কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা যায় । যেসকল বিদ্যালয়ে কোন বিজ্ঞানাগার নেই বা প্রয়োজনীয় যন্ত্রপাতি নাই এ পদ্ধতিতে অক্সিজেন প্রস্তুত করে শিক্ষার্থীদের দেখানো যেতে পারে ।

চলুন এবার দেখি কি করতে হবে - প্রয়োজন : ১। ছিপিসহ এক বা দেড় লিটারের একটি প্লাস্টিকের বোতল (যেমন - কোমল পানীয় এর বোতল) । ২। চিকন ও লম্বা প্লাস্টিকের পাইপ (সেলাইন দেয়ার জন্য যেরকম পাইপ ব্যবহার করা হয় )। ৩।

কয়েক টুকরা মুরগীর কলিজা । ৪। এক বোতল হাইড্রোজেন পার অক্সাইড (ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় দাম মাত্র ১৫/২০ টাকা) । ৫। একটি বড় গামলা ও একটি বাটি ।

৬। কিছু টেস্টটিউব । কাজ : প্রথমে প্লাস্টিকের বোতলের ছিপিটিকে ছিদ্র করে প্লাস্টিকের পাইপ এর সামান্য অংশ ছিদ্রপথে প্রবেশ করাই । পাইপের পাশ দিয়ে যাতে বাতাস ভিতরে যেতে না পারে সেজন্য চারপাশে মোম গলিয়ে বন্ধ করে দেই । পাইপের অপর প্রান্ত পানি ভর্তি গামলার পানিতে ডুবিয়ে রাখি ।

এরপর কয়েক টুকরা কলিজা বাটিতে নিয়ে ভালমত পিষে প্লাস্টিকের বোতলে ভর্তি করি । তারপর হাইড্রোজেন পার অক্সাইড ঢেলে ছিপি ভাল করে টাইট করে লাগিয়ে দেই । দেখা যাবে পাইপের অপর প্রান্ত দিয়ে গামলার পানিতে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে । এই গ্যাস পানির নিম্নমুখী অপসারন দ্বারা টেস্টটিউবে সংগ্রহ করে অক্সিজেনের ধর্ম পরীক্ষা করি । এটা আমার প্রথম পোস্ট ।

যদি ভাল লাগে কমেন্ট করবেন । ধন্যাবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।