আমাদের কথা খুঁজে নিন

   

মুরগীর ডিম বনাম আশরাফুলের ডিম

মাস্টার্স । ঢাকা বিশ্ববিদ্যালয় । আহারে আছ্রাফুল ! আহারে বিসিবি ! আহারে হতভাগা দর্শক(আমি সহ )! মুরগী যখন ডিম পাড়ে , মুরগীর মালিক দারুন খুশি হয় কারন সে ওই ডিম বেইচা কিছু টাকা কামাইতে পারবো । কিন্তু মুরগির কাজ মুরগি করছে ডিম পারছে ভাই, তাই বলে কি মুরগির ডিম মানুষের “পারা” শোভা পায়? আজকে ওয়েস্ট ইন্ডিজ এর লগে ODI ম্যাচে প্রায় ২০ হাজার দর্শকের সামনে আশরাফুল যে নির্মম মর্মান্তিক ডিম পাড়ল ( ডিম বলতে শূন্য রানে আউট হওয়া বুঝানো হচ্ছে , কারণ শূন্যটা দেখতে ডিমের মতোই লাগে । কেউ দয়া করে অন্য কোন অর্থ করবেন না ) তার কী একটুও খারাপ লাগলো না , লজ্জার কথা ণা ই বললাম ।

বাংলাদেশ টিম এর কারো কিংবা আশরাফুলের ডিম পারা দেখতে ত মানুষ গাঁটের পয়সা খরচ কইরা STADIUM এ যায় নাই বা TV SET এর সামনে বসে নাই। অনেকে বলবেন , তামীম আর ঈমরুল ও তো ভাল স্কোর করতে পারে নাই , তাদের কিছু বলেন ণা কেন ? এরা প্রতিটা ম্যাচেই কিছু না কিছু রান করার চেষ্টা করে , কিন্তু আশরাফুলরে দেখেন , গত ম্যাচে করছে ২ রান আর আজকে এক্কেবারে মহাশূন্য ! আর গত কয়েক বছর ধইরা তার যে PERFORMANCE তাতে তাকে বিদেশী ধারাভাষ্যকাররা এখন আর TALENTED BATSMAN বইলা লজ্জা পাইতে চান না । তাকে আর কত সুযোগ দিবে বিশিবি ? আজকের ম্যাচে যে বাংলাদেশ হারলো এর দায় কী আশরাফুলে উপর কিছুটা পড়ে না ? আরে ব্যাটা বলদ ছ্যাঁচড়া , লওয়ার অর্ডারে নাছির হোসেন নামে একজন ৭-৮ নাম্বারে ব্যাট করতে নাইমা হাফ সেঞ্চুরি করে আর তুই ওয়ান ডাওণে নাইমা মুদী পিডাস ( মুদি একটি আঞ্চলিক শব্দ , যারা ব্যাটিং এ গোল্লা মারে তাদেরকে মুদিওয়ালা বলে ) !! কীভাবে ধিক্কার জানামু বুঝিনা । আমরা তো আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক এজন্য দল ভালো খেললে খুশিতে আনন্দ করি আর খারাপ খেললে কিছু বলতে পাড়মূ না ? আরে আশরাফুল আমাদের আর কতো হতাশায় ডুবাবি ? যদি খেলতে না পারোস তাইলে খেলা ছাইরা দিয়া তোর চাইনিজ হোটেল নিয়াই থাক । চাইনিজ খানা খাইবি আর হিন্দি গানা গাইবি , যেমনঃ “মুণ্ণী বদনাম হুয়া ও বলদ তেরে লিয়ে” এ গানটার পরিবর্তে গাইবি “বাংলাদেশ ক্রিকেট বদনাম হুয়া ও আশরাফুল তেরে লিয়ে” ।

পরিশেষে , বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করে এবং আশরাফুলের “কাণ্ডজ্ঞান ফেরত আসবে” আশা করে আপাতত বিদায় নিলাম । দেশে এতোএতো সমস্যার মধ্যে ক্রিকেটটাকেই ভালবাসছিলাম , আফসোস হয় যখন নিজের দেশকে হারতে দেখি, আর দেখি নির্লজ্জ ক্রিকেটাররা হারার কিছুক্ষণের মধ্যেই হাজারটা অজুহাত তৈরি করে ফেলে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।