আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন প্রহরীর কাছে শেষ চিঠি

সুখি মানুষ

গোধূলী জুড়ে পশ্চীম আকাশে, তুমি হয়ে আছ লাল গালিচা পুর্ব আকাশের নীল সন্ধ্যা রাতের আকাশে বালুকায় বসে আমার চেয়ে থাকা - হাজারো প্রতীক্ষার পূর্ণিমা। অতঃপর, ভোর আসার আগে, খানিক টা শেষ আকাশে চোখে পড়া তীব্র আসা নিয়ে জেগে থাকা (হটাৎ চোখে পড়া) শুক তারা... সমুদ্রের ঢেউ আমায় দিয়ে যায়, তোমার নিজ হাতে লেখা শেষ চিঠি খানা... ভোরের আলোয় তুমি দুর আকাশে গাংচিল দের আনা গোনা, তারপর? হিমেল হাওয়ায়, সুখ খুজে ফেরা আমি, অস্থির হয়ে থাকা এক স্বপ্ন প্রহরী, চলে যায় ঐ উঁচু পাহাড়ে সাগর যেখানে সব খানি জেগে খুজে পাই, আমার আপন এবং শেষ ঠিকানা... দাঁড়িয়ে দূর পাহাড় থেকে দেখি- সমুদ্রের ঢেউ আমাকে দিয়ে যায়, তোমার নিজ হাতে লেখা শেষ চিঠি খানা... শেষ চিঠী খানা প্রহরীর কাছে স্বপ্ন...সাগারের এ পাড় ও পাড় সে ছুটে বেড়ায় কবে ঢেউ দিয়ে যাবে তার স্বপ্ন সঙ্গীনীর নিজ হাতে শেষ চিঠি খানা...এ ভাবে দিন -রাত এক করে অধীর আগ্রহ নয়ে বসে অপেক্ষা করতে থাকে...শেষ পর্যন্ত পাহাড়ের চূড়া সে চলে এসে সুবিশাল সাগরের উপর চোখ মেলে ধরে রাখে...যদি মধ্য সাগরে জেগে ওঠা কোন ঢেউ তাঁর নিজ হাতে লেখা শেষ চিঠি খানা দিয়ে যায়...সে এক অনিশ্চিৎ অধ্যায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.