আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র ক্ষমতাই যুবশক্তি ধ্বংসের মূল কারণ

দেশ বাঁচাতে ক্ষমতার অপেক্ষায়..........

আজ কাল পত্রিকা খবর দেখতে গেলেই দেখা যায় এবং শুনা যায় নানান জাগায় নানাহ্ ভাবে ছাত্র রা বিভিন্ন অরাজকতামূলক সংঘর্ষ সৃষ্টি করছে। আমার ধারনা মতে তাদের নিজস্ব জ্ঞান বলতে সব লোপ পেয়েছে। চাক্ষুস প্রমান- ধরুন আমি ছাত্র নেতা- আমি কোথাও অন্যায় করার ফলে কেহ আমায় কিছু বলল। আমি কি করলাম আমি তো ছাত্র নেতা আমার অনেক বন্ধু ছাত্র নেতা তো আমার অনেক ক্ষমতা তাই করলাম কি তাকে কয়েক ঘা লাগিয়ে দিলাম মানে একটা পরিপূর্ণ বিবাদ, আমি দৌড়ে গিয়ে বন্ধু দের বললাম রামপুরা আমার সাথে একটা ঝগড়া লেগেছে চল যেতে হবে, ব্যাস, এতেই যথেষ্ট চল কার এত বড় সাহস তোর গায়ে হাত দেয়- এই সকলকে খবর দে, এই শুরু হল সব বন্ধুদের খবর চলল পাল্টা পাল্টি ধাওয়া। প্রকৃত পক্ষে কেহ কি চিন্তা করল আসলে অপরাধ কে করেছে।

আসল ঘটনা টি কি। বন্ধু বলেছে যেতেই হবে। তেমনি ধরুন- একটা বাসের আঘাতে কোন ছাত্র আহত হয়েছে- আহত ছাত্রকে হাসপাতালে নেওয়া রেখে শুরু হল বাস ভাঙ্গা, একের পর এক বাস ভাঙ্গা। এই যদি হয় আমাদের দেশের অবস্থা। একটা দেশের অর্থনীতি, সমাজনীতি, অবকাঠামোগত সব কিছুই নির্ভর করে সে দেশের ছাত্র অর্থাৎ যুবকদের উপর।

যে দেশের ছাত্ররা তারা একটা কাজ করার আগে চিন্তা না করে, কোন অবস্থার মূল বিষয় বস্তু পর্যালোচনা না করে এক তরফা ভাবে এক গেয়েমি ভাব চলা ফেরা করে তা হলে উন্নতি হওয়া আমাদের জন্য স্বপ্নের। আমরা আশা করতি পারি আমাদের কতটা অবনতি হয়েছে কত কম সময়ে। ১৯৫২'র দিকে ছাত্ররাজনীতির ফলে তাদের ত্যাগী সংগ্রামে এবং প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। ৭১' সালে পেয়েছি স্বাধীনতা। আজ আমরা কেমন ছাত্র নীতিতে পতিত হয়েছি।

খুবই দুঃখ এবং কষ্ট হয় ৫২ এবং ৭১'র সাথে আজকের আমাদের ব্যবধানটা যখন পর্যবেক্ষণ করি। ক্রমশঃ আজ আমাদের ছাত্রনীতি ধ্বংসের দিকে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের মনের ব্যবধানটাই জরুরী। রাষ্ট্র তথা সরকারের, প্রশাসেনর এবং সমাজের সকলের সহযোগীতায় আমরা ছাত্র ক্ষমতার সুফল ভোগ করতে পারি। নয়তো অচিরেই আমরা আমাদের ছাত্র সমাজ অর্থাৎ যুব সমাজ টর্নডোর ন্যায় নিজ অস্ত্রে নিজেরাই ধ্বংস হব।

সুতরাং সকলের দৃষ্টি আকর্ষন করছি। নজরুল ইসলাম,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.