আমাদের কথা খুঁজে নিন

   

নারী নাহি হতে চায় একা কারো!

সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম যে করেনা কখনও বঞ্চনা....

আমার এ পোস্টটি নিয়ে যারা নানারকম মন্তব্য করেছেন তাদের জন্য....... "নারী নাহি হতে চায় একা কারো এরা দেবী যত পুজা পায় চায় আরো এরা লোভী এদের উড়ু উড়ু মন একজনে তৃপ্ত নহে এরা চাহে বহুজন"- কাজী নজরুল ইসলাম। উপরোক্ত চার লাইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। নারীরাও মা হয় - এমএবি সুজন। মাধবী তুমি তোমার উপমা যেন আকাশে চাঁদ জ্যোৎস্নাবানে সিক্ত প্রেমিক মেটায় প্রেষণা স্বাদ। দেবী তুমি ভক্ত হৃদয় যাচে তোমার আশা প্রতি অঙ্গে বিলিয়ে দাও নিংড়ানো ভালবাসা।

মাধুকরী তুমি পসরা সাজাও সহজাত বেসাতি কিনে ধন্য হোক নগন্য তোমার মোথিত মতি। তাপসী তুমি ধ্যান জ্ঞান কর হামেশা দেবতা চাই কত পতঙ্গ উড়ে উড়ে পড়ে তোমার আগুনে ছাই। উর্বসী তুমি চিরহরিৎ চিরউম্মুখ যেন সবাক প্রকৃতি ঘর পোড়া ঘর হারা খোঁজে তোমার বুকের বসতি। বিলাসী তুমি বসন্তে ফোটা যেন কোন কাননের ফুল ভ্রমরার মেলা কত খেলা কতক করে ভুল। বিনোদিনী তুমি কার ছেলে তোমার কোলে বলো সংসার বিহারী ভুলে ভ্রষ্ট সময় নষ্ট কষ্টে তোমার দিনগুজারী।

মাগধি তুমি একালবেলা এবেলা ওবেলা তোমাকেই সইতে হয় দুর্জয় নারী তোমার জন্য বলি নারীরাও মা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.