আমাদের কথা খুঁজে নিন

   

ফেলান, আমরা ও বিএস এফ

আমি বাংলার...।
ফেলানী! কি অপরাধ করেছিলে তুমি? তোমার মত সীমান্তের কোল ঘেষে আমারো বাস। হয়তো কাটাঁ তারের বেড়ার ধারে ঘাসঁ কাটার তালে নয়তো ঘুটেঁ কুড়ার দুরন্ত জীবিকায় অথবা আত্মার বন্ধনের টানে গিয়েছিলে সেদিন। কখন যে বুলেটের প্রচন্ডতায় হারিয়ে গেলে তুমি! যখন অপেক্ষায় দাড়িয়ে ছিল হলুদ-মেহেদী রং মাখানো মুহুর্তটি। তোমার স্পন্দন মিলিয়ে যাবার আগেই নিজ রক্তেই রাংগালে তুমি! বিয়ের পিড়িতেঁ না হলেও বাদুড়ের মত ঝোলালো তোমায়! কি বিভত্ষতা অপেক্ষা করছিল তখন। আনন্দ বাজারের ডিজিটাল ক্যামেরাও লজ্জিত। এ অপরাধ কি ফেলানীর না ওদের না ‘৪৭ এর রাজনৈতিক সীমারেখার?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।