আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীনগরে সংঘর্ষে এক পুলিশ নিহত

অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম

মুন্সীগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগর বাজারে সড়ক অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য মারা গেছেন। নিহত পুলিশ সদস্য হলেন উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান (৪৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে জানান, শ্রীনগরে সংঘর্ষে আহত পাঁচ পুলিশ সদস্যকে সোমবার বিকাল পৌণে ৩টার দিকে এই হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক এদের মধ্যে মতিউরকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বিমানবন্দর নির্মাণের বিপক্ষে আড়িয়াল বিল রক্ষা কমিটির ডাকে জনতা সোমবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। সকালে এই মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/আরএম/কেএমএস/পিডি/১৫১৯ ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।