আমাদের কথা খুঁজে নিন

   

নিজের হোষ্টিং কোম্পানী খুলবেন অথবা রিসেলার একাউন্ট নিবেন? এখানে নিলাম চলছে !



সবাইকে আন্তরিক শুভেচ্ছা । আমরা (melbweb) সম্প্রতি হোষ্টিংয়ের ব্যবসার দিকে হাটি-হাটি পা-পা করে অগ্রসর হচ্ছি । এরই ধারাবাহিকতায় একটি নতুন অফার নিয়ে এলাম আপনাদের মাঝে । এই অফারটি শুধু মাত্র সকল বাংলাদেশী ক্রেতার জন্যই প্রযোজ্য। আপনি যদি নিজের কোন হোষ্টিং কোম্পানী ছোট করে শুরু করতে চান তাহলে তো কথাই নেই! আমাদের "রিসেলার হোষ্টিংয়ের প্যাকেজ ৩" কে আমরা নিলামে তুলেছি! রিসেলার প্যাকেজ ৩ এর সংক্ষিপ্ত ঃ 20000 MB Space 200000 MB Bandwidth 99.5 % Uptime Guarantee Free Setup SQL,Email Unlimited Cpanel FFmpeg Supported Softaculous (more than 150+ scripts install in 1 click) বিস্তারিত দেখুন এখানে আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে মাসিক ১২.২৫ ইউএস ডলার ।

এই প্যাকেজটিকে আমরা নিলামে তুলছি ২ দিনের জন্য! সর্বনিম্ন দাম শুরু হবে মাসিক ১ ইউএস ডলার থেকে! সর্বোচ্চ দাম হাকানো ২ জন এই প্যাকেজ পাবেন আপনাদের দামে সারা জীবনের জন্য! নিয়মাবলীঃ * নিলাম শেষ হবে ২/২/২০১১ বাংলাদেশ সময় বিকাল ৪টায় । * আপনি বিজয়ী হলে আপনাকে কমপক্ষে ৬ মাসের পেমেন্ট এককালীন দিতে হবে । আপনি যদি আমাদের সেবায় সন্তুষ্ট না হন তাহলে ১৫ দিনের মানিব্যাক গ্যারান্টি তো আছেই ! * দুঃখিত নিলামে আপনাকে ইউএস ডলারে অংশ নিতে হবে । আমরা এই হিসাব করি (১ ইউএস ডলার=৭১ টাকা) * পেমেন্ট পেপাল/ক্রেডিট কার্ড/2CO/ব্যাঙ্ক ট্রান্সফার করে করতে পারবেন, * অনুগ্রহ করে আপনি সত্যিকারের আগ্রহী হলেই নিলামে অংশ নিন। * মেলবওয়েবের সাথে সংশ্লিষ্ট কেউ নিলামে অংশ নিতে পারবে না, * আপনি যদি মেলবওয়েবের বর্তমান কাষ্টমার হয়ে থাকেন তাহলেও নিলামে অংশ নিতে পারবেন ।

এটি সম্পূর্ন নতুন একাউন্ট হবে । আর, আপনার যদি এখনি দরকার হয় তাহলেও কিনতে পারবেন ১১% ডিস্কাউন্টে আমাদের যে কোন রিসেলার হোষ্টিং প্যাকেজ । (পুরো ফেব্রুয়ারী মাস জুড়ে) অফার কোডঃ 2011of নিলাম কই করবেন ঃ এখানে অথবা এখানে এছাড়া, যারা স্টুডেন্ট তাদের জন্যতো আছেই এখানে দেখুন ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.