আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনায় একজন অপরিচিতা

ছায়াপথ

তোমাকে নিয়ে একটি কবিতা লিখব আজ নাহ্! একটি ছবি আঁকব। থাক্, বরং একটি গান লিখি আর তোমার ছবিটা দেখি। তুমিই বলনা, কি করি? তোমাকে নিয়ে একটি স্বপ্ন দেখব আজ নাহ্! স্বপ্নের রঙে তোমায় সাজাব। কেন? সাজতে তোমার বারণ নাকি! বারবার কেন দাও ফাঁকি। তাহলে তুমিই বল, কি করি? তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব আজ শিশির ভেজা ঘাসে হাঁটব।

না হয়, চল সবুজ মাঠে একসাথে বসি। খুনসুটি করি আর দুজনে হাসি। আচ্ছা, তুমিই বলত, কি করি? তোমাকে নিয়ে কিছুক্ষণ গল্প করব আজ। তুমি বলবে আর আমি শুনব। তবে চলই না, এখনি বসি, আজ বলবই, তোমায় ভালবাসি।

না হয়, তমিই বলো, কিভাবে বলি। তোমাকে নিয়ে একটু ভাবতে বসব আজ নিরবে বসে একাকী ভাবব। নাহ্! ভাবতে পারছি না, আসছে হাসি। জানিনা কে তুমি, কেন ভালবাসি। ঠিক আছে, আর বলবো না, "ভালবাসি"।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।