আমাদের কথা খুঁজে নিন

   

সামু, ফেলানী এবং আড়িয়াল বিল

কিছু বলার নাই

বিঃ দ্রঃ এটি হিট বাড়ানর জন্য দেয়া কোন পোস্ট নয়। নিজের ইচ্ছায় পড়বেন এবং গালি দিতে চাইলে নিজ দায়িত্যে দিবেন। একটু ভুমিকা দিয়ে নেই। দীর্ঘদিন আগে নিতান্তই সাধারন কিছু পোস্ট দিয়েছিলাম। তারপর থেকে নিশ্চুপ দর্শক কিন্তু ব্লগ পড়া বাদ দেইনি।

অনেক বার চিন্তা করেছি লিখব। এর ভিতর বিড়িশিরি, সিলেট, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার ঘুরে এসেছি। এগুলা নিয়ে পোস্ট দিতে চেয়েছিলাম কিন্তু লগইন করার অলসতাই আর দেয়া হই নাই। যাই হোক দর্শক থাকাকালীন এই সময়ে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ করলাম। বিশেষ করে ব্লগারদের নিজেদের ভিতর মারামারি-কাটাকাটি।

শুধু মারামারি না অকথ্য ভাষায় গালাগালি। ব্লগ স্বাধীন মত প্রকাশের মাধ্যম এর পরিবেশ নস্ট করার অধিকার তো কারও নেই। আমি ম্যাঙো-পিপল শুধু দেখি আর ভাবি আগে কি ছিল আর কি হলো। আগে বন্ধুদের উতসাহিত করতাম আর এখন সামুর পরিবেশ দেখে নিজের ই ঢুকতে ইচ্ছা করেনা কিন্তু নেশাও ছারতে পারিনা। আমি কোন ব্লগারকে চিনিনা।

শুধু ব্লগ পড়ে যাই কারো নাম দেখিনা । দেখলেও মনে থাকেনা। আমার কাছে লেখা গুরুত্বপুর্ন লেখক নয়। জানিনা আপনারা একমত কিনা। খারাপ লোকের কাজ সবসময় খারাপ হবে আর ভাল লোকের কাজ ভাল হবে এটা তো কোথাও লেখা নেই।

এই ব্লগে যারা লেখালেখি করে সবার প্রধান পরিচয় আমরা বাঙ্গালি। আমাদের দায়িত্ব আমাদের দেশকে এগিয়ে নেয়া। আমরা কেন নিজেদের মধ্যে যুদ্ধ করব? দেশের প্রয়োজনে আমরা কি একমত হতে পারিনা? অনেকে হয়ত বলতে শুরু করেছেন নতুন পাগল কোথা থেকে আসল। বলুন আমার কোন সমস্যা নেই। আমি জানি অনেকেই আমার সাথে একমত।

এ বিষয়ে আর কিছু বলতে চাইনা। আপনার বিবেক বুদ্ধি থাকলে নিজেই বুজবেন। তবে এরকম পরিবেশ যারা তৈরি করেছেন তাদের ধন্যবাদ অলসতা ভেঙে কী-বোর্ড হাত রাখতে আমাক বাধ্য করায়। লিখতে চেয়েছিলাম আড়িয়াল বিল আর ফেলানী নিয়ে কিন্তু এর ভিতর পোস্টটা বড় হয়ে গেল। হলে হোক শেষ করে তারপর উঠব।

তারপর হয়ত আবার বছর খানিকের জন্য ঘাপটি মারব। ফেলানীর বিষয়টা আমি প্রথমে সামুতেই দেখি। দেখে আমার তেমন কিছু মনে হয়নি। অবাক হচ্ছেন? কারনটা বলি, পেপার এ সীমান্তে বাংলাদেশিদের মৃত্যু দেখতে দেখতে এতটাই অভ্যস্ত যে আমি আগে থেকেই দু-একটা মৃত্যু সংবাদ দেখার জন্য প্রস্তুত থাকি। তারপর মানববন্ধনের কথা উঠল, এবং শুরু হল কাদা ছোড়াছুড়ি।

আমি আগেই বলেছি আমি ব্লগারদের চিনিনা। কে শিবির, কে লীগ আর কে দল এটাও আমি জানিনা। আমি উদ্যোগ টাকে সমর্থন করেছিলাম ইচ্ছাও ছিল যোগ দেয়ার কিন্তু হয়ে ওঠেনি। কয়েকদিন নেটেও বসা হয়নি। পরে সামুতে ঢুকে দেখি এক মানববন্ধন নিয়ে হাজার নাটক।

আমার খুব খারাপ লাগল যে এখনও বাঙালিদের প্রধান স্বভাব নিজে কিছু না করে অন্যের সমালোচনা করা। খারাপ লোকগুলোই যদি উদ্যোক্তা হয়ে থাকে তাহলে আপনি ভাল লোক হিসেবে শুধু সমালোচনা না করে নিজে কিছু করুন। কয়েকদিন হল রাস্তাই পোস্টার দেখি ফেলানী ঝুলছেনা, ঝুলছে বাংলাদেশ, প্রচারে সাধারন জনগন। এই সাধারন জনগন কে আমি চিনিনা কিন্তু যেই হোক তাকে অজস্র ধন্যবাদ। ব্লগ এখন উত্তপ্ত আড়িয়াল বিল নিয়ে।

এ বিষয় নিয়ে অনেক তথ্যবহুল পোস্ট এসেছে এবং আসছে সুতরাং নতুন কিছু বলার দরকার নেই। এয়ারপোর্ট প্রয়োজনিয় না অপ্রয়োজনীয় এটুকু বুঝার বুদ্ধি সবার আছে। শুধু একটু কথা বলি। ৫০হাজার কোটি টাকা দিয়ে কি হয়? বঙ্গবন্ধু বিমানবন্দর? গ্রামে রাস্তা হতে পারেনা? নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ হতে পারেনা? রাস্তার যানজট কমানো যেতনা? ভুমিহীন কৃষরা ভুমি পেতে পারেনা? কক্সবাজার, সুন্দরবন একটি আধুনিক পর্যটন কেন্দ্র হতে পারেনা? বিশ্ববিদ্যালয় গুলো পর্যাপ্ত শিক্ষক ও ল্যাব পেতে পারেনা? যাই হোক আপনাদের কাছে অনুরোধ অন্তত এই বিষয়টি রাজনৈতিক ভাবে না দেখে সাধারন মানুষের দৃষ্টিতে দেখুন। ধন্যবাদ।

সবাই ভাল থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.