আমাদের কথা খুঁজে নিন

   

আজকের বিশেষ খবরঃ গোলাপি এখন ড্রেনে !!

তোমার চোখে আমার শেষ ঠিকানা, তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা ১. বাংলাদেশে যুদ্ধাপরাধের চলমান বিচারকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে মন্তব্য করলেন বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷ সারা দেশে সহিংসতার দায় সরকারের ওপর চাপিয়ে একে ‘গণহত্যা’ বলে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন৷ বক্তব্যঃ হরতালতো শালার বাংলালিঙ্ক দামে পাইসে জামাত শিবির আর বি.এন.পি. প্রতিক্রিয়া: অষ্টম পাস এই মহিলার থেকে জাতি ভাল কিছু কিভাবেই বা আশা করে ? আমার আগের স্ট্যাটাসের সাথে তার বক্তব্য অনেক মিলে গেল , বিএনপি এর কবর হল তাদের নিজেদের কারনেই। ২. বৃহত্তর জামায়াতে ইসলামীর খানকির পোলায়ে নায়েব, বিশিষ্ঠ ইসলামী চিন্তাবীদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নির্মম বলি, ইসলামের বাগানে ফুটন্ত গোলাপ, জামায়াত নেতা, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির শাস্তির প্রতিবাদে দেশজুড়ে যে সহিংসতা চলছে, বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার প্রধান নেত্রী খালেদা জিয়া শুক্রবার তার দায় চাপিয়েছেন সরকারের ওপর৷ তাঁর ভাষায় এই ‘গণহত্যার' প্রতিবাদে বিএনপি হরতাল ডেকেছে মঙ্গলবার৷ বক্তব্যঃ আজকে বেগম খা-লেদা জিয়ার বক্তব্য শুনে মনে হল এতদিন যে দলটি মুক্তিযুদ্ধের কথা বলত আসত সেটি তাদের আসল কথা ছিল না, আজকের বক্তব্যটাই আসল রূপ, জামাত-শিবিরের তাণ্ডবকে তিনি গনহত্ত্যা বলে ত্রিশ লক্ষ শহীদকে চরমভাবে অপমান করেছেন, তার বক্তব্য বিন্দু মাত্র স্বাধীনতার চেতনার কথা ছিলনা। ৩. বৃহত্তর জামায়াতে ইসলামীর খানকির পোলায়ে নায়েব, বিশিষ্ঠ ইসলামী চিন্তাবীদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নির্মম বলি, ইসলামের বাগানে ফুটন্ত গোলাপ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষনার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার ভাঁড়প্রাপ্ত নায়েবে আমীর ও জাতীয়তাবাদী শক্তির কমপ্লান বয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওরফে ফখা ইবনে চখা বলেছেন, ‘ন কমেন্টস’। বক্তব্যঃ আবেগঘন কণ্ঠে ফখরুল আরো বলেন, বৃহত্তর জামাতের কর্মীরা যখন সারা দেশে তাদের গনতান্ত্রিক অধিকার চর্চায় বেস্ত, তখন বাকশালী পুলিশ তাদের গুলি করে করে হত্যা করেছে। তারা শান্তিতে একটু আগুন দিতে পারে নাই, নিরাপদে বিশ তিরিশটা ধর্ষন করতে পারে নাই।

মানবাধিকার আজ ভুলুণ্ঠিত। সাথে কিছু লিঙ্ক অ্যাড করতে চাইঃ একাত্তর মঞ্চ -১ (১ মার্চ, ২০১৩) Click This Link একাত্তর মঞ্চ -২ (১ মার্চ, ২০১৩) Click This Link একাত্তর মঞ্চ -৩ (১ মার্চ, ২০১৩) Click This Link একাত্তর মঞ্চ -৪ (১ মার্চ, ২০১৩) Click This Link আজকে ইনডিপেনডেনট (independent) টিভিতে বিএনপি নেতা দুদুভাই বলেছেন- "ইমরান সরকার এর দাদা রাজাকার ছিল"। তিনি কথাপ্রসঙ্গে আরও বলেন "মরহুম" শেখ মুজিব এবং "শহীদ" জিয়াউর রাহমান। আমাদের প্রশ্নঃ একজন মরহুম হলে আরেকজন শহীদ কেমনে হইল? জিয়া তো মুক্তিযুদ্ধে মরেননাই। পরে ইমরানকে ফোন দেয়া হলে উনি বলেন যে আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল।

তিনি আর বলেন দুদুভাই মানসিক ভারসাম্যহীন। আমরা ইমরান ভাই এর দুইটা কথার সাথেই একাত্মতা জানালাম। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।