আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়ার জনগন কি ভুল করল????

বাংলায় একটা প্রবাদ আছে, সুখে থাকতে ভুতে কিলায়। কাল লিবিয়া নিয়ে কিছু পড়া শুনা করছিলাম, দেখে অবাক হয়ে গেলাম। "Before the unrest began, the country's economy was enjoying a boom. The International Monetary Fund reckons Libya saw growth of 10.6% last year and had projected a growth rate of 6.2% for 2011." Libya's oil wealth not trickling down by Robert Plummer, BBC News, 21 February 2011. লিবিয়ার জিডিপির প্রবৃদ্ধি ১০.6%, মাথাপিছু আয় ১৪,৮৮৪ মার্কিন ডলার বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত, উত্তর আফ্রিকার সবচেয়ে সাক্ষর দেশ লিবিয়া!!!লিবিয়ায় শিক্ষিত জনসংখ্যার ৮০% লোক পশ্চাত্যের আধুনিক শিক্ষায় শিক্ষিত!!!পৃথিবীর যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ, সে জন্যে মাসে ২,৫০০ ইঊ এস ডলার বৃত্তিসাথে গাড়ি ও আবাসনভাতা!!!ন্যাটোর বোমাবর্ষনের আগে পর্যন্ত শূন্য (০) শতাংশ গৃহহীন নাগরিক!!!উৎপাদন মূল্যে (Ex factory price) গাড়ি!!! ছাত্রেরা যে বিষয়ে পড়াশোনা করে সে বিষয়ে পড়াশোনা করে চাকুরী`রতর া গড়ে যে বেতন পেত সে পরিমান টাকা তাদের দেয়া!! প্রতিটি লিবীয়র জন্যে বিনা মূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য সেবা!!!এই রকম নাগরিক সুবিধা আমাদের মত গরিব দেশে তো দূরের কথা , খোদ আমেরিকাতেও কল্পনার অতীত ! গাদ্দাফীর সমস্যা কি ছিল?????? আমার মনে হয় কিছু দিন পরেই তারা আফসোস করবে। নিজের পায়ে নিজে কুড়াল মারা বধহয় একেই বলে।লিবিয়ার মত একটা বিপ্লবের খুবই প্রয়োজন আমাদের অথচ আমরা নির্বিকার ভাবে আমাদের দুই নেত্রির অত্যাচার সহ্য করে যাচ্ছি। গাদ্দাফির শেষ কথা ছিল "তোমরা যা করছ তা ভুল"। এটা মনেহয় তারা খুব শিঘ্রী টের পাবে। Main data source: CIA World Fact Book

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.