আমাদের কথা খুঁজে নিন

   

জনগন (পলিটিক্সের ভাষায়)



আওয়ামী লীগ বা 14 দল বর্তমান কথায় কথায় তারা জনগনের দোহায় দিচ্ছে মিডিয়ার সামনে। যেমন জনগন চাচ্ছে, বা জনগনের দাবী ইত্যাদি কথা বলে। সত্যিকার অর্থে তারা কি বাংলাদেশের পুরো জনগনের কথা বলছে বা প্রতিনিধিত্ব করছে। চলুন না গত তিন ইলেকশনে আওয়ামীলীগের শতকরা কত % দেশের প্রতিনিধিত্ব করছে, তার হিসাবটা একটু চুকিয়ে নেই। 2001সাল ইলেকশনে বিএনপি সারা দেশে প্রতিনিধিত্ব করছে 40.97%।

আর আওয়ামীলীগ প্রতিনিধিত্ব করছে 40.13%। 1996 সালে আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করছে 48.67% আর এিনপি পতিনিধিত্ব করছে 38.67%। আর 1991 সালে নির্বাচনে বিএনপি সারা দেশে মোট 30.81% প্রতিনিধিত্ব করছে অপরপক্ষে আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করছে হচ্ছে 30.08%। (তত্ত্ব সূত্র: বাংলাদশ নির্বাচন কমিশন ওয়েব সাইট থেকে) http://www.ecs.gov.bd/report.php3 সুতরাং যারা বিএনপি বা অন্য দল সাপোর্ট করেন তারা আওয়াীলীগের ভাষায় জনগনের অংশ হতে পারেন না। আর যারা আওয়ামী লীগ সাপোর্ট করেন তারা শুধু জনগনের অংশ।

এটাই কি বর্তমান আওয়ামী লীগ বা 14 দলের জনগন দোহাই দিয়ে রাজনিতী ফায়দা হাসিলের জন্য এক নতুন কৌশল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।