আমাদের কথা খুঁজে নিন

   

নিন্দুক সমাচার।

মালিক আমার মুখে মোহর মেরে নিরাপদ রেখেছেন।

শুধু অকারণ কুলোকে নিন্দা আমার রটনা করিয়া বেড়ায় নিখিল ভূলোকে যাহা আসে মুখে তাই বলে যায় সত্য মিথ্যা কেহ না শুধায় পরের নিন্দা সকলেই চায় শুনে চলে মহা পুলকে অনেকে তাহাতে মশলা মিশায় ছড়ায় কাহিনী গুলোকে। সকলি মিথ্যা কাহিনী চুরিও করিনা করিনা ডাকাতি চাঁদা কোনোদিন চাহিনি বড়লোক হতে হইয়া মরিয়া কামাইনি টাকা চিটিং করিয়া নিজের পতাকা নিজেই ধরিয়া তৈল সাগরে নাহিনি। দেশসেবকের মুখোশ পরিয়া পুশিনি গুণ্ডা বাহিনী। উড়াইনি টাকা সুরাতে সাহেবের হাতে ধরাইনি ভেট দ্রুত প্রমোশন কুড়াতে।

সুদ নিতে আমি নহি ছিনে জোঁক ভোগাও দিইনি কারো টাকা থোক অপরের ধনে দিই নাই চোখ আপন উদর পুরাতে। দেনা যাহা ছিল মিটায়ে দিয়াছি দিইনি সময় ফুরাতে। মিছে গাহি এত কাঁদনি নিন্দুকে নিজ কাজ করে যায় মানেনা সাধ্য সাধনি। পরনিন্দায় যাহাদের সুখ যায়না থামানো তাহাদের মুখ যতই শোনাব আপনার দুখ তাহারা হইবে হ্লাদিনী। আমার আকাশে আঁধার আসিলে ফোটে তাহাদের চাঁদিনি।

তাই অকারণ কুলোকে নিন্দা রটনা করিয়া তাহারা পাঠায় আমারে চুলোকে। নিন্দা যখন রটে অকারণ দোষ করিবার কি আছে বারণ? দুনিয়ার যাহা ধরণ ধারণ এড়াইতে পারে বল কে- যাহা রটে তাহা করিব এবার থামিবে নিন্দা পলকে। (ইহা একটি নকল কবিতা। আসল টি এখানে Click This Link )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।