আমাদের কথা খুঁজে নিন

   

চিড়িয়াখানায় একবেলা ( সামু ফটোওয়াক )



লাইফটা ইদানিং খুব বোরিং হয়ে যাচ্ছে । এ সেমিস্টারে ( পোলা-পাইনের বদ-মতলবে) সপ্তাহে মাত্র তিন দিন ক্লাস আর ৪ দিনের লম্বা অফডে ! এই চারটা দিন অসম্ভব এক বিরক্তিতে কাটে । কত আর ঘরে বসে থাকা যায় ! খালি ঘুরতে ইচ্ছে করে । ঠিক এমনি এক মুহূর্তে জানতে পারলাম ফটোওয়াকে যাওয়া হবে চিড়িয়াখানায় । যাকগা....ঘুরার একটা স্কোপ পেলাম । গেলাম ঘুরতে । ছবিও তুললাম ( যদিও সবার তুলনায় আমার ছবি ভাল না তবুও ব্লগে দেওয়ার লোভটা গেল না ) ১... ---মানুষ কি নিষ্ঠুর ! আর কিছুদিন পরেই আমারে খাইয়া ফেলাইব ২.. ---আমাতে এখনও কেহ চড়িল না । মনের দু:খে গাছতলে পড়িয়া আছি ৩... ---অবশেষে একজন উঠিল ....তাও আবার ছবি তুলিতে ৪... ---একপায়ে দাঁড়িয়ে আমরা ক'জন....সকালের মিষ্টি রোদটা ভালই ৫.. ---আমার প্রাত:ভোজনের সময় কে জ্বালাইতে আইল ৬... ---চিড়িয়াখানায় শুধু চিড়িয়াই থাকে না , আমরাও থাকি ৭... ---মনে বড় দু:খ একটুর জন্যে বিখ্যাত একটা বন হইতে পারলাম না ৮.. ---কাদায় ডুব দিতে যে কি মজা ! কেউ যদি তা জানত ! ৯.. ---বিরহিনী আমি একেলা দিঘির জলে ১০.. ---সখী ,মোরা মানিকজোড় ১১.. ---আমরা তিন বন্ধু....চলি মোরা একসাথে ---------------------------------------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.