আমাদের কথা খুঁজে নিন

   

চিড়িয়াখানায় হিংস্র বাঘের আক্রমণে পরিচর্যা কর্মী গুরুত্বর আহত

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের এক চিড়িয়াখানায় হিংস্র বাঘের আক্রমণে গুরুত্বর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক মহিলা পরিচর্যা কর্মী।

প্রাথমিকভাবে ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, ঐ মহিলা কর্মী বাঘ টিকে নিয়মের কোনোরূপ তোয়াক্কা না করে খাঁচার খুব কাছে থেকে খাবার দিচ্ছিলেন। এসময় কাছেই থাকা পুরুষ বাঘ মহিলাকে আক্রমণ করে এবং মহিলার হাতে কামড়ে ধরে।

এদিকে, চিড়িয়াখানার আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়, ঐ মহিলার হাতে বাঘের কামড়ের ফলে ৪ ইঞ্চি গর্ত তৈরি হয়েছে এবং অনেক খানি মাংস উঠে গেছে, ঐ কর্মী নিরাপত্তা ব্যাবস্থা না মেনে নিরাপদ দূরত্ব বজায় না রেখেই বাঘ'কে খাবার পরিবেশন করছিলেন ফলে এই অবুঝ প্রাণী কিছু বুঝে উঠার আগেই তাকে কামড়ে দেয়। অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে মহিলার অবস্থা এখন আশঙ্কা জনক।

এছাড়া, স্থানীয় টেলিভিশন সূত্রে জানা যায়, ঐ মহিলার অবস্থা এখন আশঙ্কা মুক্ত তবে তার হাতে গভীর ক্ষত তৈরি হয়েছে। সে ভাগ্য জোরে বেঁছে ফিরেছে বলেও টিভি মিডিয়া জানিয়েছে।

তবে ঐ মহিলা স্বীকার করেছেন, বাঘের কোন দোষ ছিলনা, দোষ তার কারন তিনি বাঘের খুবই কাছে চলে গিয়েছিলেন ফলে বাঘ তাকে আক্রমণ করে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.