আমাদের কথা খুঁজে নিন

   

নতুন বিমান বন্দর চাই!!! কিন্তু, তার আগে-পিছে কিছু কথা.....

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

এবার আলোচনায় দেশের ভবিষ্যৎ। ৫০ হাজার কোটি টাকার ভবিষ্যৎ বিমান বন্দর এবং আড়িয়াল বিল। পত্র-পত্রিকায় সম্পাদকীয় হচ্ছে,নিয়মিত রিপোর্ট হচ্ছে এবং আমাদের সামুতেও স্টিকি পোস্ট! কিন্তু কেমন যেন আত্মঘাতী গোল খাওয়ার মত একটা অনুভুতি হচ্ছে আমার সেজন্যই আমার ভাবনাগুলো শেয়ার করা সবার সাথে! আসুন আমরা দেখি কেন বিমানবন্দর নির্মানের বিরোধীতা করা উচিত নয়- ১) ঢাকা'র একদম উপকন্ঠে যেসব গ্রাম রয়েছে তা উন্নয়নের ধারায় আজ না হয় কাল বিলীন হবেই হবে। ২) একটি বিমান বন্দর সেটা যেখানেই হোক না কেন তা পুরো এলাকার জন্য সর্বোচ্চ সমৃদ্ধিই আনবে। ৩) আজ থেকে ২০ বছর পরের বাংলাদেশের জন্য একটি নতুন বিমানবন্দর প্রয়োজন।

যেই বিমানবন্দর এখন আছে তা শহরের মাঝখানে এবং আবাসিক এলাকা বেষ্টিত এই বিমানবন্দর উত্তর-দক্ষিন ও পূর্ব-পশ্চিম কোন দিকেই তা সম্প্রসারন করা সম্ভব না। ৪) রাজধানী শহর যেহেতু ঢাকা সুতরাং নতুন বিমানবন্দর যদি কক্সবাজার বা রংপুরে করা হয় তাহলেও কোন কাজে আসবে না কারন, সরকারি-বেসরকারি হিসেবে প্রথম প্রায়োরিটি রাজধানী'র। তাই রাজধানীতে প্রাচীন বিমানবন্দর রেখে এর বাইরে নতুন বিমানবন্দরের দাবী হাস্যকর! ৫) ১৬ কোটি মানুষের ১ লক্ষ ৫৬ হাজার বর্গ কি:মি:'র বাংলাদেশে যেখানেই নতুন করে কোন প্রকল্প নেয়া হবে সেটাই হয় জনারন্য নয় ফসলি জমিই হবে সুতরাং জমি'র দোহাই দিলে নতুন করে কিছু করা যাবে না! ৬) ঢাকা ও এর আশপাশের মানুষ কখনই পরিকল্পিত নগরায়নের জন্য জমি ছাড়তে রাজী হয় না। উত্তরা,গাবতলী, পূর্বাচল সব জায়গায়ই একই রকম বিরোধীতা করেছে বা করানো হয়েছে। হালের ড্যাপ বাস্তবায়ন হচ্ছে না এই ঢাকা শহরে গ্রাম রক্ষা কমিটি'র কারনে! সরকার বিরোধীতা করা কোন ফ্যাশন না,হয়তো যৌবনে একটু প্রতিবাদী হওয়াই বয়সের ধর্ম কিন্তু তা বলে বিচার বিবেচনা হারানোর ভয় থাকা উচিত।

কিন্তু আসল কথা তো তা না, কথা হল যে , আড়িয়াল বিলে কেন নতুন বিমান বন্দর করার কথা হচ্ছে? ক) বিমান বন্দর নির্মানের জন্য কি পরিমান জায়গায় মাটি ভরাট করতে হবে এবং তার খরচ কত? খ) বন্য প্রবন এলাকায় নতুন শহর তৈরী কতটা যুক্তিসঙ্গত? গ) শুধু মাত্র পদ্মা সেতু সংলগ্নতা ছাড়া আর কি গুরুত্ব সেই জায়াগার? ঘ) ঢাকা'র উত্তরে বন্যা মুক্ত উঁচু জমি'র ত্রিশাল ছেড়ে কেন আড়িয়াল বিল? ঙ) এই বিল ছাড়া কি কোন আর কোন জায়গা পাওয়া যায় না? চ) নাকি মাটি ভরাটের যে বানিজ্য সেটির লোভেই এরকম ব্যায়বহুল প্রকল্প হাতে নেয়া? আমরা মাইগ্রেশন করা জনগণ নই,আমাদের পূর্ণ অধিকার রয়েছে জনগণের টাকায় এবং আমাদের দেশে হতে যাওয়া সকল প্রকল্পের প্ল্যান সম্বন্ধে অবহিত হওয়া। তাই দাবী জানাই সরকার যেন প্রকল্পের পুরো প্ল্যান জনসাধারনের অবগতি'র জন্য মিডিয়ায় প্রকাশ করে। ৫০ হাজার কোটি টাকা'র এই প্রকল্প কোন নির্বাচনী অঙ্গিকার না সুতরাং এ নিয়ে অনেক ধোঁয়াশা মানুষের মনে। এবং তা পরিষ্কার করা সরকারের কর্তব্য। আমাদের সাধারন জনগনেরও উচিত এমন দাবী করা যেটা সরকার মানতে পারে।

যদি বলি যে , ঢাকার সাথেই সবুজ রুপসী বাংলা ধরে রাখার জন্য আন্দোলন করবো তাহলে তা হয়তো জনসমর্থন পাবে না। কিন্তু যদি দাবী করি যে, আড়িয়াল বিলের মত বন্যা প্রবন এলাকায় বিল ভরাট করে কেন এত ব্যায়বহুল ও অদুরদর্শী প্রকল্প নেয়া হচ্ছে তা জনগনকে অবহিত করা হোক তাহলে সেটাই বেশি যুক্তিসঙ্গত ও সু-বিবেচিত হয় না? আসুন শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা না করে যুক্তিপূর্ণ দাবী জানাই সরকারের কাছে যে কেন আড়িয়াল বিলে প্রজেক্ট হবে? কেন আরো কম খরচে ঢাকা'র উত্তরে বন্যা মুক্ত উঁচু জমিতে নতুন বিমান বন্দর হবে না?প্রাথমিক ভাবে এসব প্রশ্নের উত্তরই আমাদের সবার আগে প্রয়োজন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.