আমাদের কথা খুঁজে নিন

   

২০১০ সালের সেরা কৌতুক


মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের পূর্বে নৌকা মার্কায় ভোট দিলে জনগণকে ১০ টাকায় চাউল খাওয়াবেন, ঘরে ঘরে চাকুরী দিবেন, বিনামুল্যে সার দিবেন বলে জনগণের কাছে ওয়াদা করেছিলেন। বাংলাদেশের গরীব, নিরীহ, অল্পতেই তুষ্ট মানুষগুলো জননেত্রীর এই বাণীকে বিশ্বাস করেছিল এবং বিশাল ব্যবধান নিয়ে পাশ ও করেছিল বর্তমান মহাজোট সরকার। কিন্তু বিধিবাম! সরকার গঠনের পর আমাদের জননেত্রী সরাসরি অস্বীকার করল ১০ টাকায় চাউল খাওয়ানোর কথা বলিনি বলে। হায় আল্লাহ কার কাছে দুঃখ প্রকাশ করব এমন মিথ্যাচারের ? যেখানে তখনকার সব পত্রিকাতেই ফলাও করে নিউজ করেছিল জননেত্রীর এই ওয়াদাকে। আ'লীগ কর্মীদের মুখে মুখে ছিল জননেত্রীর এই ওয়াদা। বাংলাদেশের সব মানুষই স্বাক্ষী জননেত্রীর এই ওয়াদার, আর এখন জননেত্রী সরাসরি অস্বীকার করল তার করা ওয়াদা !! যখনই মনে হয় মিথ্যাচার করুক আর প্রতারনা করুক তিনিতো আমাদেরই প্রধানমন্ত্রী, মাতৃতুল্য, স্নেহময়ী! প্রধানমন্ত্রী। উনি যদি মিথ্যাচারি হন, তাহলে আমরা দেশের নাগরিকরা আর বাদ রইলাম কোথায় ? তাই তখন মনে হয় উনি হয়তো বাংলার গরীব-দুঃখী মানুষকে হাঁসানোর জন্য একটু কৌতুক করেছেন মাত্র। ৫ বছর না হোক, অন্তত একটি মূহুর্তেতো উনি সবাইকে খুশী করতে পেরেছেন, এতে কিছু যায় আসেনা। জননেত্রী হিসেবে আমাদের সাথে একটু কৌতুক করার অধিকার, নিশ্চই উনার আছে!! জননেত্রীর সেই বিখ্যাত কৌতুকটি আপনাদের জন্য উপস্থাপন করলাম-
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.