আমাদের কথা খুঁজে নিন

   

২০১০

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
মুখে মশাল জ্বালিয়ে বসেছি চুপচাপ , করতলে পড়ে বিনিদ্র একটি বছরের ছেঁড়া পাতা , কিছু ভুল , কিছু পাপবোধে ভেজা , রিক্তশূণ্য আর কিছু সময়ের নকশীকাঁথা । কোথাও বারুদের মত জ্বলে ওঠে সময় , দহনে আর হননে ব্যস্ত হয় অনুষঙ্গ । কোথাও আস্থির তরলে মুখ ডুবিয়ে শান্তি খোঁজে অর্ফিয়াস কোথাও কান্না লুকিয়ে গহনে । শ্বেতস্বাদের মায়া ভুলেছি , ভুলেছি চেনা মুখগুলো সমুদ্রগামী নাবিকের মত দূরত্ব বেড়েছে পৃথিবীর সাথে আর একএক করে ছিঁড়ে ফেলেছি ক্যালেন্ডারের বিবর্ণ পাতা । একটি বছর গেল চলে , কিছু রক্তে , কিছু ভালোবাসায় , মশালের আগুনে ভেজা আমার কবিতার খাতা ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.