আমাদের কথা খুঁজে নিন

   

গনজাগরন নাকি উচ্চবিত্ত অভিজাত পরিবারের সন্তানদের বেলাল্লাপানা!!!!

আমি বিশ্বাস করি একজন খাঁটি ইমানদার মুসলিম আস্তিক হয়েও রাজাকারদের মানবতাবিরধিদের ফাঁসি চাওয়া যায়। তার কথা শুনে খুবই হতাশ হইলাম। রাগে ক্ষোভে কি করব, কাকে কি বলব বুঝতে পারিতেছিলামনা। আজ সন্ধ্যায় বিবিসির সংবাদ সুনেতেছিলাম। সংবাদ অংশের পর একটি আলোচনার আয়োজন হইল।

আলোচক ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এম এম আকাশ আর সাংবাদিক সাদেক খান। আলোচনার বিষয় “বাংলাদেশের ভবিষ্যৎ” আলোচনার সুরুতেই সাংবাদিক সাহেব কে প্রশ্ন করলেন সুকণ্ঠি সঞ্চালক আপু, এই পরিস্থিতিতে আপনি বাংলাদেশের কি ভবিষ্যৎ দেখিতে পান? তো সাদেক সাহেব শুরু করলেন তার বক্তিতা, তিনি বললেন দেশে যে পরিস্থিতি তা ইচ্ছা করে তৈরি করা হয়েছে তিনি শ্রোতাদের কাছে real politics নামে এক paradigm এর ব্যাখ্যা দিলেন এই বলে যে ভারতের রাষ্ট্রপতি প্রনব বাবু আসতেছেন এই উপলক্ষে বিএনপি আওমিলিগের সাথে মিশিয়া সংসদের ভেতর তাকে একখানা সংবরধনা দেবে কিন্তু আওয়ামীলীগ চালাকি করে সংবরধনা নাকি বঙ্গভবন না গনভবনে আয়োজন করছে এবং এই কারনে ঐ সংবরধনা যাতে ঠিক ভাবে না হয় সেই জন্য আগামী মঙ্গলবার বিএনপি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল দিয়েছে। তার যে কথায় কিছুটা মর্মাহত হলাম তা হল তিনি নাকি জরুরি অবস্থা ছাড়া সামনে আর কোন বিকল্প দেখছেন না। এম এম আকাশ যখন যুদ্ধাপরাধীদের বিচার,শাহবাগ আন্দোলন, এবং দেইল্লার রায় নিয়ে কথা বললেন ভাল লাগল এই ভেবে যে তিনি অন্তত তরুন প্রজন্মের উপর ভরসা করেন। এরপর আকাশ সাহেব সুন্দরভাবে গণহত্যা এবং সহিংসতার পার্থক্য বুঝাইয়া দিলেন, তার কথা অনুযায়ী আমি বুঝলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিরা যা করেছিল, একাত্তরে যে গণহত্যা হইছিল, রুয়ান্ডাতে যে গণহত্যা হইছিল তার সাথে গতকালের জামাত শিবিরের সহিংসতার কোন মিল ই নাই।

গণহত্যা বলতে বোঝায় তা হল কোন একটি নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট মতাদর্শের, নির্দিষ্ট ধর্মের মানুষের উপর পরিকল্পিত হত্যাজজ্ঞ কিন্তু গতকালের সহিংসতা তা ছিল না এটা ছিল পুলিশ,সাংবাদিক কিংবা সাধারন মানুষের উপর জামাতের শিবিরের আক্রমন যাতে উভয় পক্ষের মানুষই আহত এবং নিহত হয়েছে। এই হিশেবে এই সহিংসতাকে গনহত্যা বলা মানে একাত্তরের গনহত্তাকে অপমান করা। আশা করি নেতা নেত্রিরা এখন থেকে সহিংসতা আর গন হত্যার পার্থক্য বুঝবেন। সাদেক খানের যে কোথায় বিস্মিত হলাম তা হল তিনি শিবিরদের নতুন প্রজন্ম বললেন আর শাহবাগের গনজাগরনকে তিনি সমাজের একটি নির্দিষ্ট উচ্চবিত্ত শ্রেণীর সন্তানদের বেল্লাল্লাপানা বললেন!!! ভাইরে খুব কষ্ট পাইছি কথাটা শুনে, আমি আমার কথাই বলি বিশ্ববিদ্যালয়ের হলে থাকি, বিশ টাকার খাবার খেয়ে, নিউ মার্কেটের সস্তা টিশার্ট পোরে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত শাহবাগে আছি গত মাসের ৫ তারিখ থেকে। আমার পরিচিত বন্ধু মহলে অন্তত আরও দুইশ ছাত্র আছে যারা এরকম রুটিন করে শাহবাগে আছে, শুধু ফাঁসি এবং জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে।

যতজনকে শাহবাগে দেখেছি সবাই আমার মত, যদি কেউ অভিজাত থেকেও থাকে শাহবাগে এসে সব একাকার, এখানে শ্রেণি বলে কোন কথা নেই, এখানে সবাই একই পথের পথিক, স্লোগানের ভাষার মত সবার চেহারাও এক, সবার রক্তে প্রবাহিত হয় একই রক্ত যে রক্ত পরাজয় মানেনা, বেঈমানি করেনা। পুনশ্চ: সাদেক সাহেব বললেন তার বয়স নাকি একাশি বছর পরে ক্ষোভ কিছুটা সংবরন করলাম এই ভেবে যে এই বয়সে ওলট পালট কথা বলা অস্বাভাবিক না। সৃষ্টিকর্তা তার হেফাজত করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.