আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছেলেকে নিয়ে ভবিষ্যত ভাবনা।।।।



মা, বাবা দুজনে খুবই কষ্ট করে আমাকে লেখাপড়া শিখাইছে,.. যতটুকুই শিখতে পেরেছি,, এতে আমার মনে হয় নূন্যতম একটা চাকরির যোগ্যতা রাখি.. কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হইল চাকরি খুজতে খুজতে চাকরির মেয়াদের সাথে সাথে আমার জীবনের মেয়াদ ও শেষ পর্যায়.. এর মাঝে আবার আমাকে বিয়ে ও করাইয়া দিছে,.. বউ নাকি ঘরের লক্ষ্মী. ঘরে বউ এলে নাকি চাকরি বাকরি কিছু একটা হবে.. আমার চাকরি বাকরি না হলে ও ছেলে হইছে.. মাশ-আল্লাহ ছেলের চেহারা সুরত ভালোই,.. আর এতেই আমার যত ভয়... আরেকটা জিনিস পাইছি , বউয়ের সাথে ঝগড়া করা .... তাই আমি সিদ্ধান্ত নিসি.. আমি আমার ছেলেকে লেখাপড়া শিখাইব না.. তাকে নিয়ে পরিকল্পনা ও করে ফালাইছি.. . তার জন্য মাসে ৩০০ টাকা করে ক্লাস ফাইভ পযর্ন্ত একটি ব্যাংকে একাউন্ট করব... লেখাপড়ার খরচ বাবদ,,, তারপর মাসে ৫০০টাকা করে এস এসসি পযর্ন্ত একটি ব্যাংকে একাউন্ট করব.. তার পর মাসে বেশি না ৫০০ টাকা করে এইচ এস সি পযর্ন্ত ব্যাংক একাউন্ট করব লেখাপড়ার খরচ বাবদ, তারপর তাকে একটি কাজে লাগিয়ে দেব.. সে কাজ শিখে টাকা কামাই করবে. আর আমি সেই ফাকে মাসে ৮০০ টাকা করে ব্যাংক একাউন্ট করব ডিগ্রি পযর্ন্ত.. তারপর ছেলের হাতে, তার জন্য ব্যাংকে যত টাকা রেখেছিলাম সব টাকা দিয়ে বলল তোমাকে লেখাপড়া করাতে যে খরচ হতো ,তা খরচ না করে তোমাকে দিয়ে দিলাম, তাতে দেখা যাবে সে ও খুশি আমি ও খুশি.. কারন তার একটা মূলধন হয়ে যাবে. যা দিয়ে সে যেই কাজ শিখেছে তা করতে পারবে।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।