আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছেলেকে চাই

মাননীয় প্রধানমন্ত্রী সালাম নেবেন। কোনো ভনিতা ছাড়াই আমি আমার আরজি পেশ কতে চাই। আমার ছেলেকে তার বাবা মানে আমার প্রাক্তন স্বামী মাসুদ সেজান [নাট্য পরিচালক] গত আড়াই বছর লুকিয়ে রেখেছে। আমার সাথে যোগাযোগ করা তো দূরের কথা আমাকে চোখের দেখা পর্যন্ত দেখতে দেয় না। মাসুদ সেজানের সাথে ডিভোর্সের পর উচ্চ শিক্ষার্থে লন্ডন যাই এবং বর্তমানে সেখানেই বসবাস করি।

ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তখনই আমার সাথে লন্ডন নেওয়া সম্ভব না হওয়ায় ছেলেকে আমার বাবা-মার কাছে রেখে যাই। একদিন ছেলেকে ঘুরতে নিয়ে যাবার কথা বলে ছেলের বাবা মাসুদ সেজান ছেলেকে নিয়ে যায় এবং তার কাছেই রেখে দেয়। তখন আমার মা থানায় জিডি করে কিন্তু বাবার ছেলের বিরুদ্ধে অপহরণের মামলা করার মতো মানসিকতা না থাকায় ছেলে তার বাবার কাছেই থাকা শুরু করে। আমি প্রতিবছর ২ থেকে ৩ মাস বাংলাদেশে থাকি। ২০০৮ এ আমি সর্বপ্রথম লন্ডন যাই।

তখন আমার ছেলের বয়স ২ বছর ৩ মাস। ২০১০ এ আমি বাংলাদেশে আসলে আমার সাথে আমার ছেলের দেখা হয়। এরপরে আমি আবার লন্ডন চলে যাই। তখন ২/৩ মাস আমার সাথে আমার ছেলের নিয়মিত ফোনে কথা হতো। এরপর মাসুদ সেজান হঠা‍ৎ একদিন সিদ্ধান্ত নেয় আমাকে আর আমার ছেলের সাথে যোগাযোগ করতে দেবে না।

এরপরে যোগাযোগের সকল উপায় বন্ধ হয়ে গেলে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি বিভিন্নভাবে আমার ছেলে খুঁজি কিন্তু সেজান তার বাড়ির ঠিকানা এবং আমার ছেলের স্কুল পরিবর্তন করায় আমি তাদের আর খুঁজে পাইনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি আমার ছেলের অভিভাবকত্বের জন্য পারিবারিক আদালতে মামলা করি। মামলা এখনো চলমান [পারিবারিক আদালত,মামলা নং ৩৫১/২০১১]। মামলায় অনেকরকমের ফাঁকফোকর,তারিখ এবং সেজান এর চাতুরতায় এখনো মামলা নিষ্পত্তি হয়নি।

কিন্তু এ বছর সেপ্টেম্বরে আমি লন্ডন থেকে বাংলাদেশে আসি। এখন পর্যন্ত আমি আমার ছেলের মুখ একবারের জন্যেও দেখতে পারিনি। মাননীয় আদালত গত ৮তারিখ আমার ছেলেকে ১ ঘণ্টার জন্য আদালতে আনার নির্দেশ দিলেও সেজান তার স্বভাবসুলভ চাতুরতায় আমার ছেলেকে কোর্টে আনেনি। এর কারণ হিসেবে আদালতে অসুস্থতার কথা উল্লেখ করা হয়। আগামী ২২ নভেম্বর পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে।

কিন্তু আমার ছুটি শেষ হয়ে যাওয়ার ফলে আমাকে ২২ তারিখের পুর্বেই লন্ডনে ফিরে যেতে হবে। এখন এই অবস্থায় আমি আমার ছেলেকে একবারের জন্য না দেখে ফিরে যাওয়ার কথা চিন্তাও করতে পারছি না। অন্যদিকে ২২ তারিখে যে আমার ছেলেকে আমি দেখতে পাবো তারও কোনো নিশ্চয়তা নেই। সেজান আমার ছেলেকে তার মায়ের সাথে দেখা করতে না দিয়ে আমার ছেলের উপর যে মানসিক অত্যাচার চালাচ্ছে তার কি কোন প্রতিকার নেই? আমার ছেলে জানে তার মা আছে কিন্তু তাকে জানানো হচ্ছে না যে তার মা তাকে পাগলের মতো হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমার গর্ভের সন্তানকে কি আমি দেখতে পাবো না? আমার কথা বাদ দিলাম,আমার ছেলেটিকে তো তার মায়ের আদর থেকে বঞ্চিত করা হচ্ছে।

মা-সন্তানের সম্পর্ক কি এতোটাই দুর্বল যে মা দেশের বাইরে থাকলে যে কেউ তাদের বন্ধন ছিন্ন করে দিতে পারে? আমার সাথে কি সুবিচার হবে না? আমি লন্ডন যাবার আগে কি আমার ছেলেকে দেখতে পারবো না? বাবা যদি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের বাইরে যেতে পারে তাহলে মা গেলে কেন দোষ হবে? মেয়ে হয়ে জন্মেছি বলে কি সন্তানকে নিয়ে আলাদা,ভালো থাকার অধিকার আমার নেই? ছেলের বাবার হাজার রকমের যুক্তি আমাকে ছেলের থেকে দূরে রাখার কিন্তু সেই যুক্তি খণ্ডানোর জন্য সে একবারো আমার সামনে আসে না। কেবল জনসম্মুখে মিথ্যাচার আর তার উকিল দিয়ে ক্রমাগত প্রমাণের চেষ্টা আমি মা হিসেবে ভালো না। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী পাওয়া ছাত্রী। আমার পুরো পরিবার শিক্ষিত। সেজানের এবং তার উকিলের আরেকটি ইস্যু আমি দ্বিতীয় বিয়ে করেছি, তাই আমার কাছে আমার ছেলেকে দেয়া যাবে না।

আমি আইনত ২য় বিয়েটি করেছি। সেইদিক দিয়ে আমার ছেলে একটি পরিবার পাবে সেটি ভালো নাকি তার বাবা, মাসুদ সেজান যে নিত্যনতুন নাট্যপরিচালনার ছুতোয় বান্ধবীদের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলছে সেটা ভালো? আমার সাথে ডিভোর্সের পরে সে নতুন করে প্রায় ১ বছর সংসার করেছে আরেকটি মেয়ের সাথে যাকে আমার ছেলে আম্মু বলেই ডাকতো কিন্তু সেই মেয়েও এখন সেজানের ব্যবহারে বিরক্ত হয়ে আলাদা হয়ে গেছে। এখন সেজানের সাথে আরেকটি মেয়ের সম্পর্ক হয়েছে ‘লং মার্চ’ নামক একটি নাটক পরিচালনার সূত্রে। মাসুদ সেজান তার ব্যক্তিগত জীবন যেভাবে খুশী পরিচালনা করুক কিন্তু আমার ছেলেকে প্রতি বছর নতুন স্কুলে ভর্তি করা, প্রতি বছর নতুন বাসায় লুকিয়ে রাখা, কোন আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব কারোই বাসার ঠিকানা না জানা এসব মিলিয়ে আমার ছেলের বর্তমানে শারীরিক, মানসিক অবস্থা সম্পর্কে আমাকে সন্দিহান করে তুলেছে। সেজান কেসটি লড়ছে ‘রংধনু’ নামে একটি শুটিং হাউজের ঠিকানা (বাড়ি নং-৩০, রোড-১২, সেক্টর-৪, উত্তরা) ব্যবহার করে।

এর মানে কি সেজান আমার ছেলেকে নিয়ে একটি শুটিং হাউজে বসবাস করে? সেজান তা করে না। কিন্তু একজন মা হিসেবে আমার কি জানার অধিকার নেই যে আমার ছেলে কোথায় থাকে? আমার চাকরি রক্ষার্থে আমি খুব শিগগিরই আবার লন্ডনে ফিরে যাবো। আমার ছেলে আমার সাথে লন্ডনে বড় হলে এর চেয়ে অনেক ভালো অবস্থায় থাকবে এ বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই। আমি গত সেপ্টেম্বর মাসে ঢাকায় এসেছি এবং আজ অবধি ঢাকার উত্তরায় আমার ছেলেকে খুঁজে বেড়াচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমি আমার ছেলেকে একবার না দেখে লন্ডনে যেতে চাই না।

আমার ছেলেকে আমি দেখি না আড়াই বছর। আমার ছেলে জানে না তার মা তাকে হন্যে হয়ে খুজে বেরাচ্ছে। আমার সাথে সাথে আমার ছেলেও নির্যাতনের শিকার। কিন্তু এই ব্যাপারে সমাজ এবং সেজানের পরিচিতরা নিশ্চুপ। ৭ বছরের ছেলেকে তার মা এর আদর থেকে বঞ্চিত করা হচ্ছে কারণ হিসেবে সেজান উল্লেখ করে যে আমি আমার ছেলেকে রেখে লন্ডন চলে গিয়েছিলাম।

কিন্তু আমি আমার সন্তানকে আমার মায়ের কাছে রেখে স্টুডেন্ট ভিসায় লন্ডন যাই এবং আমার পরিকল্পনা ছিলো, আমি যাওয়ার তিনমাস পরে আমার ছেলের ভিসার জন্য আবেদন করবো। তার আগেই, মাসুদ সেজান আমার ছেলেকে মিথ্যা কথা বলে চুরি করে নিয়ে যায়। আমি আমার ছেলের অভিভাবকত্ব পেয়েছিলাম আদালত থেকে। আমি তার সাথে একটিবারের জন্য হলেও এখন দেখা করতে চাই এবং পুরোপুরীভাবে তার দায়িত্ব নিতে চাই এবং সেই ভার গ্রহণে আমি সক্ষম। আমি এ অন্যায়ের সুবিচার চাই।

আমি আপনার কাছে এর সুষ্ঠ প্রতিকার চাই। আপনার মতই আমিও একজন মা। আশা করবো আপনি আমার কষ্ট বুঝতে পারবেন। ভালো থাকবেন। ফ্লোরা ফেরদৌসী লেখিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রত্নতত্ত্ব বিভাগের ২৬তম ব্যাচের ১ম শ্রেণিতে পাস করা একজন ছাত্রী এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার একজন সাব-এডিটর হিসেবে ইংল্যান্ডে যাওয়ার আগে পর্যন্ত কর্মরত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।