আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে পানি বোতলজাত কারখানা সীলগালা

এসময় সেখান থেকে জব্দ করা হয় অনেকগুলো বোতল ও পানি বিশুদ্ধকরণের চারটি অকেজো মেশিন।
রোববার বিকেলে শহরের জামতলা এলাকায় আরডি ফুড অ্যান্ড বেভারেজে র‌্যাব সদস্যদের নিয়ে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ ফরহাদ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানটির কোনো ধরনের লাইসেন্স নেই। পানি বোতলজাতকরণের পদ্ধতিও যথার্থ না।
ম্যাজিস্ট্রেট বলেন, ওয়াসার সরবরাহ করা পানি এখানে সরাসরি বোতলে ভরে তাকে বিশুদ্ধ বলে ৩০ থেকে ৪০ টাকার বিনিময়ে প্রতি বোতল পানি শহরের রেস্তোরা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। তাদের এখানে কয়েকটি বিশুদ্ধকরণ মেশিন থাকলেও সেগুলো অকোজো।
তিনি আরো বলেন, কারখানাটি সীলগালা করা হয়েছে। পানি সরবরাহকারী আবু সাঈদকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া কারখানার মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.