আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েস্ট ইন্ডিজে সাকিবজাদু

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসের পক্ষে প্রথম দুই ম্যাচে নামের প্রতি সুবিচার করেননি বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। গতকাল ব্রিজটাউনের কেনসিংটন ওভালে শুধু নামের প্রতি সুবিচারই করেননি, দেখিয়েছেন বোলিং জাদু। যে জাদুতে বিমোহিত হয়েছে প্রতিপক্ষ ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিল। লো স্কোরিং ম্যাচে সাকিব জাদুতে বার্বাডোজ ৪ উইকেটে ত্রিনিদাদ এন্ড টোবাগোকে হারিয়ে তুলে নিয়েছে আসরে টানা তৃতীয় জয়। সাকিব করেছেন টি-২০ ক্রিকেটে নিজের ক্যারিয়ারে সেরা বোলিং।

ম্যাচে তার বোলিং স্পেল ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট! টি-২০ ক্রিকেটের সব ধরনের ম্যাচে এটা দ্বিতীয় সেরা বোলিং ফিগার। সেরা বোলিং ফিগার সমারসেটের সুপ্পিয়াহ'র। ২০১১ সালে কার্ডিফে গ্ল্যামারগনের বিপক্ষে ৩.৪ ওভার বোলিং করে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন সুপ্পিয়াহ।

প্রথম দুই ম্যাচে টানা দুই জয় নিয়ে গতকাল খেলতে নামে ট্রাইডেন্টস। লো স্কোরিং ম্যাচে দুই দলের মাত্র চারজন ক্রিকেটার দুই অংকের রান করেন।

বার্বাডোজের দু'জন এবং ত্রিনিদাদের দু'জন। এছাড়া ম্যাচে ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন দুজন। সাকিব এবং ত্রিনিদাদের ফাস্ট বোলার ফিডেল এডওয়ার্ডস। গতকাল লো স্কোরিং ম্যাচে রান হয়েছে মাত্র ১০৫। অথচ এই মাঠে বার্বাডোজ ও সেন্ট লুসিয়ার উদ্বোধনী ম্যাচে রান উঠেছিল ৩২১।

টস জিতে ব্যাট করতে নেমে ত্রিনিদাদ দ্বিতীয় ওভারেই উইকেট হারায়। শুরুর ধাক্কা আর সামলে নিতে পারেনি ত্রিনিদাদ। ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ১২.৫ ওভারে ৫২ রানে গুটিয়ে যায়। বার্বাডোজের দুই পেসার জেসন হোল্ডার ও গ্যাব্রিয়েল ২টি করে উইকেট নেন। ওয়ান চেঞ্জে বোলিংয়েই এসেই সাকিব গুঁড়িয়ে দেন ত্রিনদাদকে।

এর মধ্যে ১০ ওভারে তুলে নেন তিন তিনটি উইকেট। ৯.১ ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেলেন অধিনায়ক ডুইন ব্রাভোকে। দশম ওভারের চতুর্থ বলে নিকোলাস পুরানকে দলীয় অধিনায়ক কিয়েরন পোলার্ডের তালুবন্দী করেন সাকিব। একই ওভারের শেষ বলে কেভিন কুপারকে তালুবন্দী করেন পোলার্ডের। এক ওভারে তিন উইকেট নিলেও হ্যাটট্রিক করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার।

১২ নম্বর ওভারেও নেন দুই উইকেট। ওভারের প্রথম ও শেষ বলে যথাক্রমে আউট করেন স্যামুয়েল বদ্রি ও আয়ারল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান নেইল ও' ব্রেইনকে। সাকিবের বিধ্বংসী বোলিংয়ের মুখে ত্রিনিদাদের পক্ষে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর ও ডেভি জ্যাকবস যথাক্রমে ১১ ও ১৩ রান করেন।

৫৩ রানের টার্গেটে খেলতে নেমে বার্বাডোজ ১.৫ ওভারে তুলে ২৫ রান। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ডেভন স্মিথকে সাঝঘরে ফিরিয়ে বিধ্বংসীরূপ ধারণ করেন এডওয়ার্ডস।

তার দুরন্ত বোলিংয়েই ৫৩ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসে সাকিবের দল। এর মধ্যে সাকিব করেন ১ রান। শেষদিকে নার্স ১০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের টানা তৃতীয় জয় নিশ্চিত করেন। দল হারলেও উজ্জ্বল ছিলেন এডওয়ার্ডস। ৪ ওভারে ২২ রানে নেন ৫ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

* ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিল : ৫২/১০, ১২.৫ ওভার (জ্যাকবস ১৩, টেলর ১১। জ্যাসন হোল্ডার ২/১৯, গ্যাব্রিয়েল ২/১৮, সাকিব আল হাসান ৬/৬)।

* বার্বাডোজ ট্রাইডেন্টস: ৫৩/৬, ৮ ওভার ( কার্টার ১৪, সাকিব আল হাসান ১, নার্স ১০*, অতি. ১০। ফিডেল এডওয়ার্ডস ৫/২২)।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.