আমাদের কথা খুঁজে নিন

   

কেউ কথা রাখেনি

কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই অমর কবিতার পঙ্ক্তিমালাকে যথার্থ প্রমাণ করতেই যেন সীমাহীন উপেক্ষার শিকার হচ্ছে পোশাক শ্রমিকরা। সাভারের রানা প্লাজা ভবন ধসের ১০০ দিন পার হলেও সরকার, গার্মেন্ট মালিক, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান কিংবা সংস্থার প্রতিশ্রুত সাহায্য এখনো পায়নি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। ভবন ধসে যারা আহত হয়েছেন তারা এখন নিজেদের দুর্ভোগ দেখে নিহতদেরও ঈর্ষা করছেন। কারণ রানা প্লাজা ভবন ধসে যারা প্রাণ হারিয়েছেন তারা জীবনের পরপারে চলে গিয়ে জাগতিক দুঃখ-কষ্ট থেকে দূরে সরে গেলেও দুর্ভোগ আহতদের পিছু ছাড়ছে না। সরকার, গার্মেন্ট মালিক এবং অন্য যারা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা তাদের কথা না রাখায় আহতদের জীবন এখন বিড়ম্বনার শিকার। তারা না পাচ্ছেন চিকিৎসা, না পাচ্ছেন ক্ষুধার অন্ন। পরিবারের সদস্যদের জন্যও দুর্ভোগ পিছু ছাড়ছে না। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে, রানা প্লাজার ঘটনায় গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএর ভূমিকা প্রশ্নসাপেক্ষ। বিজিএমইর হিসাবে ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় দুই হাজার ৭৬০ জন শ্রমিক কর্মরত ছিলেন। অন্যদের হিসাবে এ সংখ্যা তিন হাজার ৯০০ জন। অর্থাৎ বিজিএমইএ রানা প্লাজায় কর্মরত শ্রমিকের সংখ্যা প্রকাশের ক্ষেত্রেও স্বচ্ছতার পরিচয় দেয়নি। দুর্ঘটনাকবলিত শ্রমিকদের পাশে সরকার দাঁড়ালেও আহতদের পুনর্বাসনের ব্যাপারে তাদের উদ্যোগ সেভাবে চোখে পড়ছে না। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে নানামুখী প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয় না থাকায় নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। রানা প্লাজা ধসে এক হাজারেরও বেশি শ্রমিকের প্রাণহানি একটি জাতীয় লজ্জার ঘটনা। ভবন মালিক, প্রশাসন, গার্মেন্ট মালিকদের দায়িত্বহীনতার পরিণতি এই দুর্ঘটনা। এমনকি বাংলাদেশি গার্মেন্ট পণ্যের ক্রেতা যারা, তারাও এর দায়িত্ব অস্বীকার করতে পারেন না। কারণ কত সস্তায় পণ্য কেনা যায় এমন একটি মনোভাব থাকায় গার্মেন্ট মালিকরা শ্রমিকদের কাজের পরিবেশ এবং ন্যায্য মজুরির বিষয়টি বরাবরই উপেক্ষার চোখে দেখেছে। মজলুম মানবতার জন্য শুধু মুখে সহানুভূতি দেখানো নয়, বাস্তব ক্ষেত্রেও তাদের এগিয়ে আসতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.