আমাদের কথা খুঁজে নিন

   

১৮৩ শিক্ষার্থীর কাছ থেকে ৯ লাখ টাকা হাতিয়ে &#

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ছাত্রাবাসের সিট বরাদ্দের নামে ১৮৩ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আইএইচটি সূত্র জানায়, এ বছর ৩০০ আসনের বিপরীতে মঙ্গলবার পর্যন্ত ১৮৩ শিক্ষার্থী ভর্তি হয়েছে। ছাত্রাবাসের সিট বরাদ্দের নামে ইনস্টিটিউট কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫ হাজার টাকা করে সোয়া ৯ লাখ টাকা আদায় করে। এ ছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ৫০০ টাকা করে এবং ভর্তি ফরম জমা দিতে ইনস্টিটিউটের এক কর্মচারী নিয়েছে ২০ টাকা করে। শিক্ষার্থীদের অভিযোগ সিট বরাদ্দের জন্য টাকা নেওয়া হলেও ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাদের সিট দিতে পারেননি। অধ্যক্ষ কুমুদ রঞ্জন বালা বলেন, ঊধর্্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সিট ভাড়া ও ডাক্তারি পরীক্ষা ফি নেওয়া হয়েছে। কবে নাগাদ শিক্ষার্থীরা সিট পাবে এ ব্যাপারে তিনি সুস্পষ্টভাবে কিছু জানাতে পারেননি।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.