আমাদের কথা খুঁজে নিন

   

হাসপাতাল থেকে নবজাতক চুরি

নওগাঁ সদর হাসপাতাল থেকে গতকাল দুপুরে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি থানায় জানানোর পর নবজাতককে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। জানা যায়, সদর উপজেলার নিন্দইন গ্রামের খোরশেদ আলমের স্ত্রী প্রসূতি নাজমা বেগমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নাজমা একটি ছেলে সন্তান জন্ম দেন। গতকাল দুপুর দেড়টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে কে বা কারা সন্তানটি চুরি করে নিয়ে যায়। নওগাঁর সিভিল সার্জন ডা. আলাউদ্দীন জানান, অজ্ঞাত পরিচয় এক মহিলা নাকি সন্তানটি লালন-পালন করার জন্য নাজমা বেগমের কাছে চেয়েছিলেন। দুপুরে নাজমা ও তার লোকজন ঘুমিয়ে পড়লে সন্তানটি চুরি হয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.