আমাদের কথা খুঁজে নিন

   

আমার আদালতে আমি



আজ আবার আদালতের কাঠগড়ায় দাড়ালাম আমার আদালতের, বিচারক আমি- আমার আদালতে আমিই আসামি। হাজারো প্রশ্নের সম্মুখিন আজ আমি প্রশ্নবাণে জর্জরিত মস্তিষ্ক আমার,অপ্রকৃতস্থও কিছুটা - সহস্র অসংগতির বেড়াজালে আটকে যায় আমার সজাগ সুস্থ অঙ্গ-প্রত্যঙ্গগুলো, ফাকি দিতে পারি না । এ শ্রবনয্ত্র সুন্দর আর পরিবর্তনের জয়ধ্বনি শুনতে চায় বার বার নিন্তু বড়ই পাতলা কান আমার -শিশু ফেলানীর আর্তচিৎকার আর শেষ উচ্চারণ-'পানি পানি' ভেসে আসে সেই সিমান্তের ওপার থেকে । বড়ই নির্লজ্জ চাহনি আমার -চলতে ফিরতে কোন উত্তেজক পোষাক পড়া ললনা দেখলেই চোখজোড়া চেয়ে থাকে লোভাতুর হয়ে , বড়ই বেহায়াপনা ! ন্যায্য হিস্যা চাইতে গেলেই ওরা আমার কন্ঠরোধ করে দেয়, আমার ভুমিহীন ভিটের উপর বুলডোজার চালনোর ভয় দেখায় ( হা ..হা) আর তখনই আমার শরীরে রক্ত প্রবাহ বেড়ে যায়, মুখ থেকে বেড়িয়ে পড়ে অধিকারের কথা , উচ্চারিত শব্দ গুলি তখন চিৎকার মনে হয়- আমি অপ্রকৃতস্থ হয়ে যাই .... মহামান্য আদালত, আমি আমার আদালতে এসে দাড়াই , জেরার মুখে পতিত হই বারবার উত্তর দিতে পারিনা মাথা নিচু করে দাড়িয়ে থাকি তোমার কাঠগড়ায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.