আমাদের কথা খুঁজে নিন

   

ও বন্ধু লাল গোলাপি, তুমি কি কইলা গো!!!!

মুখের প্রতিবাদ মুখ হোক, হাতের প্রতিবাদ হাত হোক, লাঠির প্রতিবাদ লাঠি হোক, আস্ত্রের প্রতিবাদ অস্ত্রে হোক আর ব্লগিংয়ের প্রতিবাদ ব্লগিংয়ে হোক। জয় বাংলা! কালকে যখন টিভিতে শুনলাম আমাদের বিরোধী দলের নেত্রী বেগম খা-ল্যাদা জিয়া দেশে এসে কারো সাথে কোন কথা না বলে সরাসরি দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করতে বসেছেন, তখন ভাবলাম যাক বিএনপি হয়ত তার বিতর্কিত অবস্থা থেকে বের হয়ে আসতে পারবে। গত কয়েকদিন মওদুধ আর মির্জা বকবকরুলের অসংলগ্ন কথাবার্তায় বিএনপি পুরাই চিপায় ছিল। আমার cousin একটা বিএনপির ঢাকা দক্ষিণের কি পদের নেতা জানি, মুখ বন্ধ কইরা বাসায় বসে আছে। বাইরে বের হয় সন্ধার পর।

সারাদিন রুমে। campus এ কয়েকটা friend + classmate আছে যারা কিনা ছাত্রদল করে, সারাদিন চুপচাপ বসে থাকে। আগে তাদের সাথে মজা করতাম, ঝগড়াঝাঁটি করতাম। but গত কয়েকদিনে ওরা পুরাই jombi হয়ে গেছে। কালকে রাতে যখন ম্যাডাম কিছু বলবেন শুনলাম, তখন cousin রে ফোন দিলাম।

ভাইয়া দেখি বেজায় খুশি। বলল, দেখিবি এবার আমরাও মাথা উচু করে কথা বলব। বন্ধু দুইটার সাথে chat হল। তারাও দেখলাম ব্যাপক উৎসাহী। আজকে যখন ম্যাডাম সংবাদ সম্মেলন করেন তখন আমি শাহাবাগ।

ওইখানে বসে শুনলাম কিছু একটা বলেছেন খ-ল্যাদা জিয়া। পরে সামুতে ঢুকে পুরা বক্তৃতা পড়লাম। বক্তৃতা পড়ে আমার কান দিয়ে ধুঁয়া বের হওয়া শুরু হল। একজন দেশের প্রধান নেত্রী, মুক্তিযোদ্ধার স্ত্রী এগুলা কি বলছেন????? উনার মাথা কি পুরাই গেছে???? ভাইয়ারে কল দিলাম, মোবাইল বন্ধ। বন্ধু দুইটারে ফোন দিলাম।

একটায় কাইটা দিলো। আরেকটায় তো ফোন রিসিভ কইরাই গান গাওয়া শুরু করল," ও বন্ধু লাল গোলাপি, তুমি কি কইলা গো!!!!" লুল রে লুল courtesy: খা-ল্যাদা জিয়া - পাভেল মহিতুল আলম পোস্টের শিরোনাম - আমার বন্ধু আকাশ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.