আমাদের কথা খুঁজে নিন

   

যে পুরস্কার পেতে হলে আপনাকে মরতে হবে আর যে পুরস্কার পেতে আপনাকে বেঁচে থাকতে হবে!

Speak no evil, hear no evil, see no evil.

আমরা সবাই অনেক বড় বড় পুরস্কারের কথা শুনেছি। পড়েছি মহান ব্যাক্তিদের কথা, অনুপ্রানিত হয়েছি, হয়েছি বিস্মিত। অনেক বড় মাপের পুরস্কার আছে যেখানে মৃত্যু একটা মানদন্ড বা Criteria আর অনেক পুরস্কার আছে যেখানে জীবিত থাকলেই পুরস্কার পাওয়া সম্ভব, মারা গেলে নয়। মৃত্যু পরবর্ত্তি পুরস্কার। যেমন আমদের বীর শ্রেষ্ঠ। পাকিস্তানের নিশান-ই-হায়দার ইত্যাদি। এদের বলে Posthumous Only Recognition. আর Posthumously Awarded হোলো যা মৃত ব্যাক্তিকে দেয়া হয়েছে এবং যা জীবিত ব্যাক্তিরাও পেতে পারেন, যেমন অস্কার এওয়ার্ড। মৃত্যু পূর্ববর্ত্তি পুরস্কার। বর্তমানে প্রচলিত বড় বড় পুরস্কারে গুলোর মধ্যে একমাত্র নোবেল প্রাইজ পেতে আপনাকে নমিনেশনের সময় এবং পুরস্কার নেবার মুহুর্ত পর্যন্ত বেঁচে থাকতেই হবে! এই নিয়ম করা হয়েছে ১৯৭৪ এ এবং তার আগে মোট তিনজন মৃত্যুর পরে নোবেল পুরস্কার পেয়েছেন! ডারউইন এওয়ার্ড নামে একটা মজার পুরস্কার আছে যা মৃত্যু পরবর্ত্তি সময়ে দেয়া হয় সেই সমস্ত অকম্মা লোকদের যারা হয় নিজেদেরকে মেরে ফেলে মানব জাতিকে রক্ষা করে অথবা নপুংশক হয়ে যেয়ে আর কোনোদিন নিজের মত গর্দভ জন্ম দিতে না পারে! কি মজার পৃথিবী!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.