আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে এভাস্ট আন্টিকে পটাইলাম (একটি লুল ও টেকি সম্পাদনা)

https://www.facebook.com/hossainabhi

গত পরশু নতুন করে উইন্ডোস ৭ সেটআপ দিলাম। আমারটা আবার অরজিনাল,আব্বায় কিনা আন্সে। সেটাপ তো দিলাম,কিন্তু এন্টিভাইরাস কি লাগাব এইটা নিয়ে বিশাল একটা সময় গবেষনামগ্ন হয়ে কাটাইলাম। পরে মাথায় আসল অসহায়ের সহায়, গরীবের বন্ধু গুগল মামার কথা। তার কাছে গেলাম সাহায্য চাইতে।

টপ ১০ এন্টিভাইরাস আর টপ ১০ ফ্রি এন্টিভাইরাস লিখে সার্চ দিলাম। ইসেট, বিট ডিফেন্ডার অসাধারন । কিন্তু ফ্রি না। তাই ফ্রি ১০ এ গিয়ে দেখি microsoft security essential টপে আসে। এইটাও খুব ভাল আন্টী।

অনেকদিন ধরে লিভ টুগেদার করসি। তাই এইবার টপ্লিস্টের ৩ নাম্বার AVAST ব্যবহারের সিদ্ধান্ত নিলাম। AVAST এর সাইটে গিয়ে দেখি avast free antivirus , avast internet security, avast antivirus এই তিন রকম আন্টি আসে। আমিতো ফ্রি খাইতে গেসিলাম, কিন্তু ইন্টারনেট সিকিউরিটি আন্টিকে দেখে মাথা ফুসকলিয়ে গেল। চেষ্টা করে দেখি আন্টিকে পটানো জায় কি না।

প্রথমে ট্রায়াল ভার্সন ডাউনলোডাইলাম। মোটামুটি ৬০ মেগার মত ফাইল সাইজ। কিন্তু আমিতো দুনিয়ার সবচে সেরা ইন্টারনেট জিপি ব্যবহার করি। তাই ডাউনলোড দিয়ে বাইরে গেলাম দুইটান ধুয়া খাওয়ার আশায়। দুইঘন্টা পর ফিরে দেখি আর ৫ মিনিট লাগবে শেষ হইতে।

ব্যাপার না। এইফাকে চা ও খাইয়া আসলাম। ইন্সটল দেয়ার পর দেখি আন্টি আমার জন্য ১৪ দিন সময় বরাদ্ধ করসে। আমি তো তারে ছাড়তে পারি না। তাই আন্টিকে পটানোর সম্ভাব্য উপায় খুজতে আবার গুগল মামার কাসে গেলাম।

কিজেন ক্র্যাক যাই হোক কিসু একটা দিয়ে আন্টিকে তো পটাতে হবে। কিন্তু এইবার মামায় আসল খেলাটা খেল্ল। কিছুতেই পাইলাম না কিজেন বা ক্র্যাক। ইউটিউবে গেলাম খুজতে। (এইফাকে একটা কথা বলি, কোন সফটের সিরিয়াল খুজতে ইউটিউব অনেক হেল্প করে।

ইউটিউবে বাথরুম কেম্নে করল তার ভিডুও পোলাপান আপ্লোডায় ফেলে,আর সিরিয়াল!) ইউটিউবেও পাইলাম না। খুজতে খুজতে মাথা তাজ্ঝিম মাজ্ঝিম করতাসে। একসময় মাথায় আস্ল আসিফ মুভি পাগলার কথা। তার সাথে গুগলের কি জানি একটা আত্মীয়তার সম্পর্ক আসে। অতীতে পাগলা আমাকে অনেক সাহায্য করসে।

পরে চিন্তা করলাম গুগল আমার আত্মীয় না হইতে পারে, অন্য সাইটের হইতেতো দোষ নাই। পিসির চিপায় কিছু বুকমার্ক রাখসিলাম। ওইখানে পাইলাম আমার দুলাভাইরে। দুলাভাই পুলা তো নয় যেন আগুনের গোলা। হে হে হে নামাইয়া ফেললাম লাইসেন্স কি।

এরপর আণ্টিরে পটাইতে বিশেষ কষ্ট হয় নাই। আন্টি ২০১২ এর নভেম্বর পর্যন্ত থাকতে রাজি হইসে। আপনারা আন্টির সাথে সময় কাটাইতে চাইলে আগে সিনেট থেকে “AVAST INTRNET SECURITY 5 ” ডাউনলোডান। এরপর “এইখানে গুতা ” দেন। দুইটাই যখন ডাউনলোড শেষ তখন একটা বেন্সন খাইয়া আসেন।

সাথে চা ও খাইতে পারেন। এইবার এভাস্টের MAINTENANCE এ ঢুকেন। Subcription এ গুতান। এরপর Insert License File ক্লিকান। ডাউনলোডক্রিত সিরিয়াল কি খানা সিলেক্ট করেন।

হে হে হে। এইবার এভাস্ট আন্টী আপনার। যা ইচ্ছা করেন। তবে বেশী রাত জাইগেন না। স্বাস্থ্য খারাপ হইতে পারে।

এই লেখাটা অন্ন ব্লগে দিলে শিরোনাম যা হইতঃ টেকটিউন্সঃ লুফে নিন ৫৯.৯৫ডলারের এন্টিভাইরাস একদম বিনামূল্যে। ওপেস্টঃ ব্যবহার করুন এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ১৪ দিনের ট্রায়াল ভার্শন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.