আমাদের কথা খুঁজে নিন

   

উত্ত্যক্তের অভিযোগে চিকিৎসক সাময়িক বরখাস্ত



রোগীকে উত্ত্যক্ত করার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন চিকিৎসককে আজ শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি রোধে গঠিত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, চোখের সমস্যা নিয়ে দশম শ্রেণীতে পড়ুয়া ওই রোগী আজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে যায়। এ সময় তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোন সঙ্গে ছিলেন। চিকিৎসকের কক্ষ থেকে বেরিয়ে ওই ছাত্রী উত্ত্যক্তের অভিযোগ করে।

তার বড় বোন বলেন, রোগী দেখার অজুহাতে চিকিৎসক তাঁর বোনকে হয়রানি করেছেন। এ ঘটনায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। অভিযোগ অস্বীকার করে হাসপাতালের চক্ষু বিভাগের ওই চিকিৎসক বলেন, রোগ নির্ণয়ের জন্য তিনি রোগীর মাথা স্পর্শ করেছিলেন। এ ব্যাপারে বিএসএমএমইউয়ের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.