আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারবাজার তছনছ যে কারনে

CCNA, BUET

ব্যাংক-বীমা, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও একটি প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের গোটা পুঁজিবাজার। কম সময়ে অতি মুনাফা করার জন্য এই তিন সিন্ডিকেট ফাটকাবাজির আশ্রয় নিয়ে শেয়ারবাজারকে তছনছ করে দিয়েছে। সুকৌশলে সংকটে ফেলেছে দেশের পুঁজিবাজার-অর্থনীতিকে। শেয়ার বেচাকেনায় তাদের কারসাজিতে লাখ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে আজ দেউলিয়া হওয়ার পথে। তারা আজ অসন্তুষ্ট, ক্ষুব্ধ-বিক্ষুব্ধ।

এ মুহূর্তে দেশের সম্ভাবনাময় পুঁজিবাজারে বিরাজ করছে আতঙ্ক, আস্থাহীনতা আর অনিশ্চয়তা। পুঁজিবাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় যেমন সরকারের ওপর বর্তাচ্ছে, পাশাপাশি বাজার পতনে, কারসাজির পেছনে অঙ্গুলি উঠেছে সরকারসমর্থক ওই ব্যবসায়ী সিন্ডিকেটের দিকে। বাজারের ধসে তাদের বিরুদ্ধে অভিযোগের পাল্লাই ভারী। অভিযুক্তের তালিকায় রয়েছেন সরকারদলীয় প্রভাবশালী এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এতে বিএনপির একাধিক সাবেক এমপির নামও রয়েছে।

এ ছাড়া রয়েছেন শেয়ারবাজারের সর্বকালের সব কেলেঙ্কারির হোতা হিসেবে পরিচিত এক ব্যবসায়ী যার নামের আদ্যাক্ষর 'এল'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।