আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের ৪০ বছর ফেলানীর লাশ এবং আমাদের বিভক্তি

সময় কাটানোর জন্য ব্লগে লিখি

হাটি হাটি পা পা করে স্বাধীন বাংলাদেশ তার ৪০ বছরে পা রেখেছে। এই ৪০ বছরের পাওনা এবং না পাওয়ার অনেক হিসাব আমাদের খেরো খাতাকে প্রশ্নবানে জর্জরিত করছে। বিভক্তি আমাদের রক্তরে সাথে মিশে আছে সেই ১৭৫৭ সাল থেকে যখন ক্ষমতার প্রশ্নে দেশের স্বধীনতাকে ১৯০ বছরের জন্য লিজ দিয়েছিলাম সাম্রাজ্যবাদী গোষ্ঠি ইস্ট ইন্ডিয়ার কাছে , যারা আমাদের পূর্ব পুরুষদের শিখিয়েছে কিভাবে ব্যবসা করতে হয়। সেই বণিকদের কাছে আমরা শিখেছি সূর্যাস্ত আইন, পাশ্চিমা শিক্ষা, কিভাবে সাহেব হতে হয় ইত্যাদি সহ আরও কত কিছু। এ দেনা তো কখনো পরিশোধের নয় ।

তাদের অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলেছে তারা হয় তাদের জীবন বিলিয়ে দিয়েছে অথবা তাদের জীবনকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে । আজ আমরা সেসব ইতিহাস শুধু ইতিহাসের পাতা ঘেটে স্মৃতিতে নিয়ে আসি। ভেবে দেখার সময় পাই না কারন বহমান আধুনিক কালে প্রতিপক্ষ কে তাকে কিভাবে ঘায়েল কারা যায় এভাবেই আমাদের মূল্যবান সময়গুলোকে আমরা বিলিয়ে দেই । সম্প্রতি কিশোরী ফেলানী হত্যাকান্ডের পর আমাদের পরম ভারত বান্ধব সরকারের কোন প্রতিবাদ না আসায় ব্লগে এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায়। চমকের পররাষ্ট যখন বাফার স্টেটের সংজ্ঞাই জানেন না তখন তার কাছ থেকে এর চাইতে বেশী কিছু আশা করাটাই বোকামি।

আর এর প্রতিবাদে যখন মানব বন্ধন হয় তখন তাকে রাজনৈতিক লেবেল লাগিয়ে আবার ও বিতিৃকত করার বিশাল প্রচেষ্টায় আমরা রাতের ঘুম হারাম করে ফেলি। কখন ও এটা ভাবি না একটা প্রতিবাদ আরেকটা অন্যায় করতে বাধা প্রদান করে। বলা হয় বিএসএফ মাঝে মাধ্যে তাদের হাতের নিশানা ঠিক রাখার জন্য গুলি করে মানুষ মারে। আর এভাবে ই চলছে আরও অনেক কাল চলবে কারন আমরা তো কখনোই একতা বদ্ধ নই। আর এর সুযোগ তো বর্তমান বিশ্বের ভারতমাতারা তো নিতেই পারে।

৪০ বছর অপেক্ষা করেছে শুধুমাত্র একটা করিডোরের জন্য আর আমরা আজও মানব বন্ধন নিয়ে.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.