আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের মাসে বিজয়ের অপেক্ষা...।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।।



স্বাধীনতার ৩৯ বছর পরও কেন আজ আমাদের বলতে হয় আমরা কি স্বাধীন????? তাঁর অনেক কারণ আছে এর জন্য যেমন আমরা নিজেরা জড়িত , সাথে সাথে সারা বিশ্বের রাজনিতি কম জড়িত নয় । আজ পর্যন্ত আমরা স্বাধীন দেশে বাস করি কিন্তু স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনার পথে যারা বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিল তাদের বিচার আমরা করতে পারি নাই । কাকে দোস দিব আমি কি কম জড়িত, না আপনি ??? আসলে আমরা সবাই । কেননা আজও যুদ্ধাপরাধীদের বিচার করতে কেউ গ্রেফতার হলে হরতাল পালিত হয় । আপনি আমি তা প্রতিরোধ করতে পারি না , আইন শৃখলা বাহিনীর সহায়তা নেয়া দরকার হয় । এই দেশে যেখানের মাটি ৩০ লক্ষ শহীদের রক্তে ভেঁজা , যে দেশের মাটি ২ লক্ষ মা বোন এর ইযযত এর বিনিময়ে পেয়েছি সেই মাটি আজ রাজাকারদের, আলবদরদের পায়ের কলঙ্ক লেপন করতেছে । আজ আমরা কেন পারিনা উপযুক্ত প্রমাণ থাকতে যুদ্ধাপরাধীদের বিচার করতে ????? আসুন আমরা দেশের মানুষের কথা ভেবে ,আপনার আমার স্বদেশের মাটিকে কলঙ্ক মুক্ত করতে সচেষ্ট হই । তাহলেই পারবো মুক্তিযোদ্ধাদের স্বপের সোনার বাংলা গড়তে এক ধাপ এগিয়ে যাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.