আমাদের কথা খুঁজে নিন

   

একটি মজার গাণিতিক সমস্যা

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে

এক রাজা কর্মচারীর উপর তার সাদা চুল উপড়ে ফেলার দায়িত্ব বুঝিয়ে ঘুমিয়ে পড়লেন/দায়িত্বের মধ্যে আছে সাদা চুল সমূলে উৎপাটন এবং লক্ষ্য রাখা যেন কাল চুল না ওঠে/আরো নির্দেশ আছে ভুল করে কাল চুল তুলে ফেললে প্রতিটি কাল চুলের বিপরীতে দুইটি সাদা চুল তুলতে হবে/কিন্তু কর্মচারী মশাই রাজার কথার মানে গুলিয়ে ফেলে প্রতিটি সাদা চুলের বিপরীতে দুইটি করে কাল চুল তুলতে লাগলেন/রাজকর্মচারী বলে কথা/ওই রাজকর্মচারী ঘণ্টায় দুইটি করে চুল তুলতে পারেন/আগে সপ্তাহের এক দিন কর্মবিরতি নিতেন/ইদানিং দুই দিন নিচ্ছেন/প্রতিটি ভুলের জন্য একদিন ব্যয় করেন অনুতাপের জন্য/আর অন্তত দুই সপ্তাহে একবার করে পূর্ববর্তী কর্মচারীগণের মুণ্ডপাত করার জন্য ১০ ঘণ্টা ব্যয় করেন যদি রাজা পাঁচ বছর পর ঘুম থেকে উঠে দেখেন তার মাথায় কোন চুল নেই/তাহলে বলুন তো ওই রাজকর্মচারী বছরে কয়টি করে চুল ছিঁড়েন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.