আমাদের কথা খুঁজে নিন

   

মানবী

Only I know what is my goal, My heart is my temple.

মানবী কাজী সায়েমুজ্জামান সুন্দরী কার চুলের খোপায় দুলছে হলুদ জারবেরা মুক্ত আকাশ বিশাল উদার তারার মেলা চাঁদ ঘেরা। হাতের মুঠো জোৎস্না ভরা উতলে উঠে ফুল কানন কার ছোঁয়ায় বিজলী ডাকে চমকে ওঠে মন আনন। বৃষ্টি নামে অঝোর ধারায় এমনি ভরা সন্ধ্যা জুড়ে, শিশির মুগ্ধ সকাল আসে পুরান বিশাল রাত ঘুরে। বেহিসাবী ভাবনারা সব পথ খুজেঁ পায় সুরের টান কার মায়ায় হাত বাড়ালেই শীতল ছায়া অন্ত:প্রাণ। প্রাণটা খুলে বলতে পারি আমার তুমি-ছবির হাটে যার কারণে আমার আমি সময় এত ভালো কাটে। অনুভবে আর কিছু নয় একটিই নীরব প্রশ্ন জাগে তোমার চোখে দৃষ্টি দিয়ে বুকটা কেন শূণ্য লাগে। শেষে এমন বিধির বিধান একে বলে ভাগ্যলেখা হে মানবী তোমার সাথে আগে কেন হয়নি দেখা। চুয়াডাঙ্গা, ২০ জুন, ২০১৩ রাত ১১: ৩০ মিনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।