আমাদের কথা খুঁজে নিন

   

মানব- মানবী



ম্লান মুখে মৃদু হাসি মনে করিয়ে দেয় মেঘাচ্ছন্ন আকাশে মেঘের ফাঁকে সূর্যের একখন্ড কিরণ- কুচকে যাওয়া দুই ভ্রুর গোপন আনন্দে উত্তপ্ত গোলাপী গন্ড আর চকচকে দুই চোখ অতীতকে নিয়ে আসে বর্তমানে। স্মৃতিগুলো স্পস্ট হয়ে জেগে ওঠে মনের পর্দায় এ যেন নাটকের দৃশ্য। সবুজ অরন্যে ঢাকা মাঠ, মাঝে মধ্যে ছোট বড় পাহাড় মাঝখানে একে বেঁকে যাওয়া একটি হাওড় সবই অকৃতিম। মনে হয় শিল্পীর আঁকা ছবি জীবিত বলতে দুই মানব মানবীই বসে আছে পাশাপাশি ওরা জীবিত অথচ কথা নেই কারও মুখে ওরাও কি প্রকৃতির অংশ না কি শিল্পীর আঁকা আরোও এক ছবি? দু'জনের দৃস্টি যেমন সামনের সেই কাশবনের দিকে উভয়ের ভাবনাও কিন্তু একই! অথচ ওরা দুই দিগন্তের দুই মানব- মানবী কে বলবে নদী আর আকাশের দুরত্ব কতটুকু? লক্ষ মাইল না কি হদয়ের স্পন্দন শূন্যতে যে দুরত্বের প্রয়োজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।