আমাদের কথা খুঁজে নিন

   

যৌনপল্লী থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপ!

রোববার এনডিটিভি জানায়, সংগ্রামী এ কিশোরির নাম শ্বেতা কাত্তি, বয়স ১৮। নিউ ইয়র্কের লিবারেল আর্টস ব্রাড কলেজে পড়ার জন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন শ্বেতা। সেখানে মনোবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা তার। পড়াশোনা শেষে ভারতে ফিরে নিজ সমাজের তরুণীদের নিয়ে কাজ করতে চান তিনি। “এটি আমার আশৈশব স্বপ্ন।

শেষ পর্যন্ত এটি সত্য হবে তা আমি কখনো ভাবিনি,” মুম্বাই ছাড়ার আগে বলেন শ্বেতা। নিউজউইকের চলতি বছরের “ইয়ং ওমেন টু ওয়াচ” তালিকায় স্থান পেয়েছেন আত্মপ্রত্যয়ী শ্বেতা। একই তালিকায় তালেবানের গুলিতে আহত পাকিস্তানি স্কুল বালিকা ও আন্দোলনকারী মালালা ইউসুফজাইও আছেন। মুম্বাইয়ে কুখ্যাত কামাথিপুরা এলাকায় বড় হয়েছেন তিনি। এখানে ছোটকাল থেকেই তিনি বিভিন্ন নিগৃহের শিকার।

“এখানে আপনি প্রতিদিনই দেখবেন কোনো না কোনো নারীকে মারধর করা হচ্ছে, যে কোনো সময় পুলিশ এসে হানা দিচ্ছে, আর যে নারীরা যৌনকর্মী হিসাবে কাজ করছে তারা অসুখী,” বলেন তিনি। “আবার বাবাসহ অনেক মানুষ আমাকে নির্যাতন করেছে, এসবের মোকাবেলা করতে হয়েছে আমাকে। আমার মা সবসময় আমার সঙ্গে ছিল। মা সবসময় বলেছে, ‘তুমিই সেরা, তোমার পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব। ” পারিবারিক দারিদ্র ও দলিত শ্রেণির হওয়ায় স্কুলেও তাকে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে জানান শ্বেতা।

মনোবিজ্ঞানে আগ্রহের বিষয়ে তিনি বলেন, “আমি মনে করি এর মাধ্যমে ব্যক্তির পরিবর্তন সম্ভব। মনোবিজ্ঞান পড়ার পর থেকে আমি মুক্তভাবে চিন্তুা করতে শুরু করি, আমার নিজেকে এবং আমার জীবনকে শ্রদ্ধা করতে শুরু করি। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।