আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে প্রত্যাশা ও বিশ্বকাপ



সামনেই বিশ্বকাপ ক্রিকেট তাও নিজেদের ঘরে। সাকিব, তামিম, আশরাফুলদের নিয়ে অদম্যকে জয় করার প্রত্যাশা নিয়ে মাতোয়ারা হবে সবাই। সবারই স্বপ্ন ক্রিকেটাররা নিজেদের শতভাগ উজাড় করে দিলে প্রাপ্তি সবকিছুকেই ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশকে নিয়ে যেতে পারে এলিটদের কাতারে! স্বপ্নের ডালি নিয়ে টিভি পর্দায় ও মাঠে হাজিড় থাকবে অসংখ্য ক্রিকেটপ্রেমিক। জহির খান, মরনে মরকেল দের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে তামিম, নাফীসরা প্রমান করবেন আমরাও পারি! বর্তমান দলে ৩/৪ জন এমন ক্রিকেটার আছে যারা সাধ্যমত খেললে যেকোন দেশকে হাড়ানোর সামর্থ্য আছে আমাদের।

তবে বাস্তবতা খেয়াল রাখা দরকার। সবাই অপেক্ষাকৃত নবীন। অনেকে ক্রিকেট খেলতে অনুপ্রেরনা পেয়েছেন যাদের খেলা দেখে তাদের বিপক্ষেই খেলতে হবে। সেইসব সুপারস্টারদের অভিজ্ঞতা ও প্রোফেশনালিসমের তুলনায় আমাদের অবস্থান খুব ভাল নয়। তবুও স্বপ্ন দেখতে বাধা নেই! পূর্বের গুটিকয়েক জয় আশান্বিত করে তুলেছে পুরো দেশকেই।

এই দলটি আরও সুসংহত হতে পারত, আরও অভিজ্ঞতা সমৃদ্ধ হতে পারত, যদি আমরা অকালে না হারাতাম মেহরাব হোসাইন অপি, আল শাহরিয়ার রোকন কিংবা দলে থাকতো অলক কাপালীর মত পরিক্ষিত ও ট্যালেন্টেড পারফর্মার। এক সময় ওকে দেখিয়ে তদানিন্তন কোচ হোয়াটমোর আক্ষেপ বুলবুল আকরাম দের বলেছিলেন খেলা শিখতে! রোকন এর মত স্ট্রোক মেকারের অভাব এখনো রয়েছে দলে। তামিম এর সাথে কে ওপেন করবে সেটা ভাববার বিষয়, ভেবে দেখুন তামিম এর সাথে ওপেন করতে পারতো দেশের পক্ষে প্রথম অডিআই সেঞ্চুরীয়ান অপি। হয়ত ওর নামের সাথে থাকতো আরও গোটা দশেক সেঞ্চুরি! রোকন আর নাফিসকে নিয়ে ফিসফাস করতো আমের, কুলসেকারা, নেহরারা! বিসিবির অদূরদর্শীতায় কালের অতলে হাড়িয়ে গেছে অনেকেই। এরপরও যে দল খেলবে তারা সেদিন ই হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ডকে বিশ্বকাপ ভেন্যুতেই! পেছনে তাকানোর আর সময় নেই।

সামনে এগুতে হবে। সময় এসেছে সমালোচকদের জবাব দেয়ার, টেস্ট ক্রিকেটে পারি দিতে হবে বহুদুর। আনপ্রেডিক্টেবল খেতাব এসে গেছে। হরভজনরা কাঁটা পেড়তে চায়, টাইগারদের বলছে ভয়ংকর। রয়েল টাইগারদের আবাসভুমি খালি পায়ে পাড় হওয়া সম্ভব নয় বুঝিয়ে দেয়া হবে ১৯ ফেব্রুয়ারী থেকেই.।

.। .। .।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.