আমাদের কথা খুঁজে নিন

   

ভাতের হিসাব



ভাত দিলে শরীর পাওয়া যায় আরো পাওয়া যায় সংসারের মোড়কে ঘেরা হাসি মাখা সুখের উচ্ছাস, বিবাহের এই নির্মম সত্যটুকু মানি আমি। প্রার্থনা শুধু, হাসিটুকু আমায় অগ্রিম দিও ভাত তুমি পাবেই র্নিঘাত। তোমার হাসি যা দিয়ে তো বিশ্বযুদ্ধ অনায়াসে ঠেকানোই যেত, সেই হাসিকে যদি আমি আরাধ্য করি তবে বল দোষের কি? বিনিময়ে দুবেলা দুমুঠো ভাত তো রইলই জমা। জবান সাফ আমার কথার বরখেলাপ আমি করিনি কোনদিন সাক্ষী দেবে পাড়া পড়শি বৃদ্ধ বনিতা সবাই আমার কথার কোন নড়চড় নাই। তবুও যদি ভাত চাও আগে কষ্ট নেব না মনে বিনিময় শর্তে জানি তোমার পাওনাগুলোই অগ্রে। শুধু প্রশ্ন জাগে মনের মাঝে, না পাওয়ার কষ্টগুলো ভুলবে বলে যাদের সাথে সকাল সন্ধ্যা মত্ত তুমি হাস্যরসে বলতে পারো এতটা দিনে কয় থালা ভাত পেয়েছ তুমি তাদের কাছে? ২২/১১/২০০৯ রাত ৭টা ৪৩ মিনিট মিরপুর, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।